বাংলার টেবল টেনিস সংস্থার নির্বাচন বুধবার নতুন মোড় নিল।
পরিস্থিতি যা, তাতে স্থগিত থাকা নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াই হতে চলেছে ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বনাম প্রাক্তন লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের।
কয়েক দিন আগেই উত্তর ২৪ পরগনার প্রতিনিধি হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। এ দিন উত্তর কলকাতা থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হলেন সোমনাথ। প্রেসিডেন্ট পদে আরও দু’জন প্রার্থী হয়েছেন, এঁরা হলেন রথীন বসু এবং অনুপ গুহ। কিন্তু যাবতীয় উত্তেজনা তৈরি হয়েছে মদন-সোমনাথ দ্বৈরথ নিয়েই। এর আগে প্রেসিডেন্ট পদে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মনোনয়ন জমা দিয়েছিলেন সোমনাথের বিরুদ্ধে। কিন্তু তখন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেয় সরে দাঁড়ান সুব্রতবাবু। কিন্তু নানা ডামাডোলে নির্বাচন স্থগিত হয়ে যায়। এ বার নির্বাচন ঠিক হয়েছে ২৩ জানুয়ারি। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রদীপ কুমার বিশ্বাস পরিচালনা করবেন নির্বাচন।
সোমনাথবাবুর জামাই দেবীপ্রসাদ বসুও দাঁড়িয়ে গিয়েছেন সচিব পদে। তাঁর বিরুদ্ধে প্রাথী হয়েছেন কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সবথেকে আশ্চর্যের ব্যাপার, যে-সংস্থায় পদ পাওয়ার জন্য হাই প্রোফাইল লোকজনের এত আগ্রহ, সেখানে ভোট মাত্র ১৬টি। বৈধ কাগজপত্র জমা না দেওয়ায় বোলপুরের ভোট নেই। দীর্ঘদিন ধরে রাজ্য টিটি-র ডামাডোল চলায় সবথেকে সমস্যায় খেলোয়াড়রা। তাঁদের কোচেরাও নির্বাচনে একে অন্যের বিরুদ্ধে নেমে পড়ায় চিন্তিত তাঁরা। |