টুকরো খবর
সঙ্গীর চোট ছিটকে দিল লি-কে
ডাবলস পার্টনারের চোট। তাই চেন্নাই ওপেনে শুরুর আগেই শেষ হয়ে গেল লিয়েন্ডার পেজের অভিযান। এ দিন ডাবলসের প্রথম রাউন্ডে ক্রোট জুটি মার্টিন ড্রাগাঞ্জা-মেট পাভিচের বিরুদ্ধে কোর্টে নেমেও উঠে গেলেন লিয়েন্ডার ও তাঁর আহত পার্টনার, ইতালির ফ্যাবিও ফগনিনি। প্রথম গেম তখন ০-০। সব মিলিয়ে চেন্নাই ওপেনে এ বার সময়টাই খারাপ গেল লিয়েন্ডারের। প্রথমে তো পার্টনারই পাচ্ছিলেন না। পরে দুই বিদেশি গিলেস সিমোন ও মার্সেল গ্রানোলার্স চেন্নাইয়ের গরমে সিঙ্গল-ডাবলস দু’টোই খেলতে রাজি না হয়ে শেষ মুহূর্তে বেঁকে বসেন। তাই ফগনিনির সঙ্গে জুটি বেঁধেছিলেন লিয়েন্ডার। অন্য দিকে, ইজরায়েলের ডুডি সেলার বিরুদ্ধে প্রথম সেটে ১-৩ পিছিয়ে ম্যাচ ছাড়লেন মিখাইল য়ুঝনি। রুশ তারকার পেটের গোলমাল চলছে।

আপাতত স্থিতিশীল মাইকেল শুমাখার
চারপাশে কড়া নিরাপত্তা। তার মধ্যে দিয়েই এক যাজক ধীর পায়ে এগিয়ে চলেছেন হাসপাতালের মূল দরজার দিকে। সন্দেহ হওয়ায় পথ আটকালেন নিরাপত্তারক্ষীরা। দেখা গেল আদপে তিনি কোনও যাজকই নন। বরং ছদ্মবেশে এক ছবি-শিকারি। সাত বারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখারের শারীরিক অবস্থা কেমন আছে তা জানতেই যাজক সেজে হাসপাতালে ঢোকার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। রবিবার ফ্রান্সের আল্পসে ছেলেকে নিয়ে স্কি করার সময় আচমকা পড়ে গিয়ে পাথরে ধাক্কা লেগে মাথায় গুরুতর চোট পান শুমাখার। তাঁকে ভর্তি করা হয় ফ্রান্সের নামজাদা হাসপাতাল গ্রেনোবেল-এ। বুধবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় বার অস্ত্রোপচারের পর শুমাখারের অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে তিনি এখনও পুরোপুরি সঙ্কটমুক্ত নন। মাইকেলকে এখনও কৃত্রিম কোমাতেই রাখা হয়েছে। এ দিকে আর এক ফর্মুলা ওয়ান খেলোয়ার লুইস হ্যামিলটনের হেলমেট ছাড়া স্কি করার ছবি ইনস্টাগ্রামে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। শুমাখারের দুর্ঘটনার পর এই হ্যামিলটন-ই হাহুতাশ করেছিলেন। অথচ তাঁকেই হেলমেট ছাড়া দেখে ভক্তরা তীব্র আপত্তি জানিয়েছেন টুইটার, ফেসবুকে।

পুরনো খবর:

দেশে ফিরলেন ধোনিরা
হতাশ তবে নুইয়ে পড়েননি কেউ। দক্ষিণ আফ্রিকা সফর শেষে বুধবার দেশে ফিরল টিম ইন্ডিয়া। ওয়ান ডে আর টেস্ট সিরিজে হারের পরও মহেন্দ্র সিংহ ধোনি আত্মবিশ্বাসী, এই টিমের সফল হওয়ার মশলা রয়েছে। একটি ওয়েবসাইটের মতে ডারবানে ১০ উইকেটে হারের পরও ধোনি বলেছেন, “সফল হওয়ার সব কিছুই আছে এই টিমে। যত টেস্ট খেলব তত অভিজ্ঞতা বাড়বে আমাদের।” ভারতের পরবর্তী চ্যালেঞ্জ এ বার কিউয়িদের। ১৯ জানুয়ারি থেকে ভারতের দুই টেস্ট আর পাঁচটি ওয়ান ডে-র নিউজিল্যান্ড সফর শুরু।

রোরি-ওজনিয়াকির বাগদান
বছর শুরুর উৎসবে বিয়েটাও সেরে ফেলবেন বলে শেষ পর্যন্ত ঠিক করে ফেলেছেন রোরি ম্যাকইলরয় আর ক্যারোলিন ওজনিয়াকি। ‘ওজিলরয়’ হিসেবে পরিচিত দুই তারকা ক্রীড়াবিদের প্রেম প্রায় তিন বছরের। দু’বারের মেজর জয়ী ২৪ বছর বয়সি রোরি আর ২৩ বছরের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা টুইটারে তাঁদের বাগদানের কথা জানান। ওজনিয়াকির হাতে বাগদানের আংটির ছবি পোস্ট করে ম্যাকইলরয় লিখেছেন, “মনে হচ্ছে নতুন বছরটা দারুণ কাটবে। ও রাজি হয়েছে। ২০১৪-এ আমার প্রথম জয় এটাই।” আর ওজনিয়াকির টুইট, “রোরি আর আমি বছরটা দুর্দান্ত ভাবেই শুরু করলাম...আমি ওকে হ্যাঁ বলেছি।”

আন্তর্জাতিক ওপেন দাবা
হাওড়া জেলা দাবা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক ওপেন দাবা টুর্নামেন্টে চতুর্থ রাউন্ডের শেষে শীর্ষে চার দাবাড়ু। তাঁরা হলেন অর্পিতা মুখোপাধ্যায়, শুভ্রদীপ্ত দাস, সপ্তর্ষি গুপ্ত ও অজয় নাথ রায়। প্রত্যেকের সংগ্রহ চার পয়েন্ট। বাকি আছে আরও ছ’টা রাউন্ড।

জোড়া সেঞ্চুরি
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে পাকিস্তান। ক্যাপ্টেন মিসবা উল হক (১০৫ ব্যাটিং) আর ইউনিস খান (১৩৬)-এর সেঞ্চুরির দাপটে দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের স্কোর ৩২৭-৪। ইউনিসের এটি ২৩ তম আর মিসবার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২০৪ রানে থামিয়ে দেওয়ায় ইতিমধ্যেই প্রথম ইনিংসে ১২৩ রানে এগিয়ে পাকিস্তান।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.