|
|
|
|
অগুস্তা কপ্টার চুক্তি বাতিল করল কেন্দ্র
সংবাদ সংস্থা • নয়াদিল্লি ১ জানুয়ারি |
বহু বিতর্কের পরে অবশেষে অগুস্তা ওয়েস্টল্যান্ড কপ্টার চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্রের তরফে এই খবর জানা গেলেও সরকারি ভাবে এখনও এ বিষয়ে কেউ মুখ খোলেননি। ওই সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে আজ সকালে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি। আর তার পরই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১০ সালে ভিভিআইপি এ ডব্লিউ ১০১ কপ্টার কেনার জন্য ব্রিটিশ সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি করেছিল ভারত সরকার। ইতালীয় সংস্থা ফিনমেকানিকার অন্তর্গত অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে প্রায় তিন হাজার ছ’শো কোটি টাকার চুক্তিতে ১২টি কপ্টার কেনার কথা হয়েছিল। মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেই স্তরের ভিভিআইপিদের যাতায়াতের জন্যই ওই কপ্টারগুলি কেনার সিদ্ধান্ত নিয়েছিল বায়ুসেনা।
কিন্তু ২০১৩-এর গোড়ায় অভিযোগ ওঠে, ফিনমেকানিকার থেকে ঘুষ নিয়েছেন কিছু ভারতীয় নৌসেনা অফিসার। নাম জড়ায় তৎকালীন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীরও। যদিও অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন তিনি। ইতালীয় সরকারের তদন্তের ফলে গত বছর ফেব্রুয়ারিতে গ্রেফতার হন ওই সংস্থার সিইও। তার পরই নড়েচড়ে বসেন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি। তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন। গত মার্চে অ্যান্টনিও স্বীকার করে নেন, যে কপ্টার চুক্তিতে দুর্নীতি হয়েছে।
যদিও ইতিমধ্যেই ভারতে ৩টি কপ্টার পাঠানো হয়ে গিয়েছে। অগুস্তাকে মোট অর্থের এক তৃতীয়াংশ পাওনা বাবদ দেওয়াও হয়ে গিয়েছে। তাই একটি সূত্রের মতে, চুক্তি বাতিলের ফলে আইনি ঝামেলায় পড়তে পারে নয়াদিল্লি। বিষয়টি নিয়ে আজ সন্ধ্যায় মুখ খুলেছেন অগুস্তা কর্তৃপক্ষও। তাঁরা অবশ্য জানিয়েছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। ফলে চুক্তি বাতিল নিয়ে তাঁরা কিছু বলতে পারবেন না। তাঁদের বক্তব্য, চুক্তির সময় কোনও অনিয়ম হয়নি।
বিষয়টি নিয়ে আজ সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, গাঁধী পরিবারের মুখ রক্ষা করতেই এমন পদক্ষেপ করল কেন্দ্র। আজ দলের মুখপাত্র প্রকাশ জাভরেকড় বলেছেন, “শুধু মাত্র কংগ্রেসের প্রথম পরিবারের মুখ বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিল কেন্দ্র।” যে কপ্টারগুলি কেনা হয়েছে, সেগুলির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। যদিও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে আজ স্বাগত জানিয়েছেন সিপিএমের রাজ্যসভার সাংসদ সীতারাম ইয়েচুরি। |
পুরনো খবর: অগুস্তা-ওয়েস্টল্যান্ড চুক্তি নিয়ে তথ্য দেবে ব্রিটেন, আশ্বাস ক্যামেরনের |
|
|
|
|
|