|
|
|
|
দুর্ঘটনায় জখম গুঞ্জন, হাসপাতালে তরুণ গগৈ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি ১ জানুয়ারি |
তার নিজের নামেই নামাঙ্কিত সাহসিকতার পুরস্কার নিতে যাচ্ছিল শিবসাগরের গুঞ্জন শর্মা। মাঝরাস্তায় কাজিরাঙায় গাড়ি উল্টে সপরিবারে জখম হল সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুঞ্জনকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। বাতিল করা হয়েছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
গত ৪ ডিসেম্বর শিমুলগুড়ি মোড়ে, অষ্টম শ্রেণির ছাত্রী গুঞ্জন-সহ ১১ জনকে পণবন্দি করেছিল এক দুষ্কৃতী। অন্য পড়ুয়াদের মুক্তি দেওয়ার বিনিময়ে স্বেচ্ছায় ওই দুষ্কৃতীর পণবন্দি হতে রাজি হয় গুঞ্জন। পরে, মুক্ত হয়ে সে বাড়ি ফেরে। তার প্রেক্ষিতে গুঞ্জনের নামে বার্ষিক সাহসিকতা পুরস্কার চালুর কথা ঘোষণা করে অসম সরকার। মুখ্যমন্ত্রী গগৈ গুঞ্জনকে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা জানান। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, প্রতিবছর ‘গুঞ্জন সাহসিকতা পুরস্কার’ দেওয়া হবে। আজ মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার কথা ছিল গুঞ্জনের।
|
যোরহাট মেডিক্যাল কলেজে গুঞ্জনের পাশে মুখ্যমন্ত্রী। ছবি: উজ্জ্বল দেব। |
সেই অনুষ্ঠানের জন্য সপরিবারে গুঞ্জন গাড়িতে গুয়াহাটি রওনা হয়। আজ ভোরে কাজিরাঙার হাতিখুলি চা বাগানের কাছে ৩৭ নম্বর জাতীয় সড়কে তাদের গাড়ি উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের টেনে বের করেন। গুরুতর জখম অবস্থায় গুঞ্জন, তাঁর বাবা শঙ্কর শর্মা, মা মায়া শর্মা ও ভাই-সহ ৬ আরোহীকে প্রথমে বোকাখাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের পাঠানো হয় যোরহাট মেডিক্যাল কলেজে।
মুখ্যমন্ত্রী তরুণ গগৈ গুঞ্জনকে দেখতে হাসপাতালে যান। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক রাণা গোস্বামী। মুখ্যমন্ত্রী জানান, গুঞ্জনদের চিকিৎসার ভার নেবে রাজ্য সরকার।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বছর তেরোর গুঞ্জনের ডান পায়ের হাড় ভেঙেছে। চোট লেগেছে মুখে ও মাথায়। শঙ্করবাবু আইসিইউতে আছেন। তাঁর কয়েকটি হাড় ভেঙেছে। গুঞ্জনের বোন ন্যান্সির মাথায় গুরুতর চোট রয়েছে। অভ্যন্তরীণ রক্তপাতও হচ্ছে। মায়াদেবীর পা ভেঙেছে। গুঞ্জনের ভাই আনন্দের পিঠেও গুরুতর চোট রয়েছে। |
|
|
|
|
|