রাজাভাতখাওয়া চেকপোস্টে নজর রাখার সুবিধের জন্য সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু করল বন দফতর। রবিবার দুপুরে ওই ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়। ডুয়ার্সের বক্সা দুর্গ ও জয়ন্তী যেতে পর্যটকদের বক্সাব্যাঘ্র প্রকল্পের রাজাভাত খাওয়া চেকপোস্ট পার করে যেতে হয়। বছর কয়েক আগে জয়ন্তী থেকে ফেরার সময় রাজাভাতখাওয়া চেক পোস্টের আগে সন্ধ্যা নাগাদ পর্যটকদের একটি গাড়ি থামিয়ে জঙ্গলের রাস্তায় লুঠপাট চালায় দুষ্কৃতীরা। জঙ্গলের রাস্তায় ঢোকা বের হবার গাড়িরগুলির উপর নজরদারি রাখতেই এই ব্যবস্থা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, সারা বছর প্রচুর গাড়ি চেকপোস্ট হয়ে ভিতরে ঢোকে। কোনও অপরাধমূলক কাজ হলে অপরাধীদের গাড়ি চিহ্নিত করা যাবে। সিসিটিভির ফুটেজের মাধ্যমে টিকিট কাটার উপর নজরদারি রাখতে এই সিসিটিভি বসাতে প্রায় ৪৮ হাজার টাকা খরচ হচ্ছে। রাতে দেখা যাবে এমন চার খানা ইনফারেড ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।
|
মেয়ের খুনিদের গ্রেফতারের দাবিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন মৃতার বাবা। রাজ্যপাল, রাজ্য মানবাধিকার কমিশন, রাজ্য মহিলা কমিশন, শিলিগুড়ি পুলিশ কমিনশনার -এর কাছেও ন্যায় বিচার চেয়ে চিঠি দেন তিনি। ২৬ ডিসেম্বর সমস্ত চিঠিগুলি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মৃতার বাবা তপন দাস। গত ২৮ নভেম্বর অস্বাভাবিক মৃত্যু হয় ভক্তিনগর থানার সারদাপল্লির বাসিন্দা মলি পানুয়ার। মলির বাবা তপনবাবুর অভিযোগের ভিত্তিতে স্বামী বিজন ও ভাসুর রাজুকে গ্রেফতার করলেও বাকিদের গ্রেফতার করেনি পুলিশ। তপনবাবুর দাবি, বিজনের মা ও ননদ খুনের ষড়যন্ত্রে লিপ্ত। তাঁদের গ্রেফতারের চেষ্টা করছে না পুলিশ। যদিও শিলিগুড়ি পুলিশের ডিসি ওজি পাল বলেন, “পুলিশ ঘটনার তদন্ত করছে। নতুন করে অভিযোগ ওঠায় বিষয়টি ফের খতিয়ে দেখা হবে।”
|
একই আসন একাধিক লোককে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই অভিযোগে যাত্রীদের বিক্ষোভে আটকে পড়ল নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ পদাতিক এক্সপ্রস। রবিবার রাতে ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশনে। যাত্রীদের চাপের অতিরিক্ত একটি কামরা দিয়ে বিক্ষোভ সামাল দেয় রেল। শিলিগুড়ি চিফ রিজার্ভেশন অফিসার পার্থ ভৌমিক বলেন, “পদাতিকে একটি কামরা আইআরসিটিসিকে দেওয়া থাকে। তার বদলে গতানুগতিক এক কামরা দেওয়ায় সমস্যা হয়।” যাত্রী সংগঠন সম্পাদক দীপক মহান্তি বলেন, “রেল কর্তৃপক্ষের গাফিলতিতেই এই সমস্যা হয়।” পরে রাত পৌনে ১১টা নাগাদ ট্রেন এনজেপি স্টেশন ছেড়ে যায়।
|
উদ্যান কানন বিভাগের উদ্যোগে কর্মশালা হয়ে গেল মালবাজার পার্কে। রবিবার। ৪০ জন ফুলপ্রেমী কর্মশালায় যোগ দেন। জলপাইগুড়ি তিস্তা উদ্যানেও এ দিন কর্মশালা হয়। |