টিকিট থাকা সত্ত্বেও এয়ার ইন্ডিয়ার উড়ানে উঠতে না দেওয়ায় অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে, রবিবার দুপুরে। ওই সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান প্রায় ৬০ জন যাত্রী। এর ফলে বিমানবন্দর চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রায় ঘণ্টা খানেক ঘেরাও করে রাখা হয় বিমানবন্দর ম্যানেজারকে। তিনি বিমান বাতিল হয়েছে বলে জানান। এয়ার ইন্ডিয়ার বাগডোগরা স্টেশন ম্যানেজার ভাস্কর রায় বলেন, “খারাপ আবহাওয়ার কারণে আমাদের উড়ান বাতিল করতে হয়। যাত্রীদের সোমবার পাঠানো হবে।” এ বিষয়ে বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা কল্যাণকিশোর ভৌমিক বলেন, “রবিবার আড়াইটের নির্ধারিত বিমান বাতিল হয়েছে বলে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। এর বেশি কিছু জানা নেই।” |
কুয়াশায় ঢাকা শিলিগুড়ি। রবিবার ছবিটি তুলেছেন বিশ্বরূপ বসাক। |
যদিও স্টেশন ম্যানেজারের কথা মানতে রাজি নন যাত্রীরা। তাঁদের প্রশ্ন, যাঁদের এ দিন গন্তব্যে পৌঁছনো জরুরি ছিল তাঁদের কি হবে? শিলিগুড়ির সেবক রোডের বাসিন্দা অরবিন্দ শাহ বলেন, “আমাদের দুপুর আড়াইটেতে উড়ান ছিল। আমাদের সকাল ১১ টা নাগাদ ফোন করে বলা হয়, উড়ান বাতিল হয়েছে। আমার কলকাতা হয়ে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। এই উড়ান না পাওয়ায় আমাদের অন্য বিমান ধরে কলকাতা যেতে হয়েছে। টিকিটের মূল্য ফেরত দেওয়ার ব্যপারে কোনও সদুত্তর পাইনি।” অপর যাত্রী গ্যাংটকের নিমশেল ভুটিয়া অভিযোগ করেন, “অন্য সমস্ত বিমান উড়তে পারলে একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের বিমান বাতিল কেন হল বুঝতে পারলাম না।” বিমানবন্দর সূত্রের খবর, এদিন সকালে প্রায় ৬০ জন যাত্রীর কাছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের ফোন যায়। জানানো হয়, এদিনের তাঁদের পূর্ব নির্ধারিত টিকিটে উড়ান বাতিল করা হয়েছে। |