ফের দায়িত্ব নিয়ে জিটিএ-র বিভিন্ন দফতরের প্রধানদের রদবদলের চিন্তা করছেন জিটিএ-র চিফ এক্সিকিউটিভ বিমল গুরুঙ্গ। জিটিএ এবং মোর্চা সূত্রে খবর, পাহাড়ের তিনটি মহকুমার নানা প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মোর্চা নেতারা জানান।
৫০ সদস্যের জিটিও সভার মধ্যে ৪৫ জন নির্বাচিত প্রতিনিধি। বাকি ৫ জন মনোনীত সদস্য। এদের মধ্যে চিফ এক্সিকিউটিভ-সহ ১৫ জন বিভিন্ন দফতরের দায়িত্বে। ৫৭টি বিষয় ওই দফতরগুলির প্রধানদের দায়িত্বে রয়েছে। খোদ বিমল গুরুঙ্গের হাতেই একাধিক দফতর রয়েছে। আরও ৩০ জন নির্বাচিত সদস্যকে নিয়ে ১৯টি কমিটি গড়া হয়েছে। |
বাগডোগরা বিমানবন্দরে বিমল গুরুঙ্গ। রবিবার তোলা নিজস্ব চিত্র। |
বিভিন্ন দফতরের কাজে সাহায্য করাই তাঁদের কাজ। তবে একাধিক দায়িত্ব এক জনকে না দিয়ে তা ভাগ করে দেওয়ার কথাও গুরুঙ্গ দলীয় স্তরে আলোচনা করেন। রবিবার কলকাতা থেকে ফেরার পর বাগডোগরায় পৌঁছে বিমল গুরুঙ্গ বলেন, “আমরা এখন শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও জলের সমস্যার সমাধানকে অগ্রাধিকারের তালিকায় রেখেছি। রাজ্য সরকার আগামী বছর দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট করার কথা জানায়। উন্নয়নের কাজকে আমরা এখন পাখির চোখ করছি। এর জন্য যা যা করা দরকার প্রয়োজনীয় সব করা হচ্ছে।”
এই দিন পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো গাড়ি বোঝাই কর্মী, সমর্থক গুরুঙ্গকে বিমানবন্দরে আসার পর তাঁকে শুভেচ্ছা জানাতে যান। এতে পাহাড়ের বিভিন্ন রাস্তায় দিনভর তীব্র যানজট দেখা দেয়। নতুন ভাবে জিটিএ চিফের দায়িত্ব নেওয়ার জন্য বিভিন্ন রাস্তায় তোরণ গড়ে গুরুঙ্গকে শুভেচ্ছা জানান দলীয় কর্মীরা। |