দলীয় কর্মীদের বৈঠক চলার সময় সিপিআইয়ের পার্টি অফিসে চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। রবিবার দুপুরে বাঁকুড়ার জয়পুরের ঘটনা। সিপিআইয়ের জেলা সম্পাদক তথা ইঁদপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ইন্দ্রজিৎ টাঙ্গির অভিযোগ, “তৃণমূলের কর্মীরা আমাকে ও দলের স্থানীয় লোকাল কমিটির সম্পাদক গণেশ মুখোপাধ্যায়কে মারধর করেছে। ঘটনার কথা পরে পুলিশকে জানানো হয়েছে।” যদিও তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি স্বপন কোলের দাবি, “আমাদের দলের কেউ ওই ঘটনার সঙ্গে যুক্ত নয়।” পুলিশ জানিয়েছে, দুই রাজনৈতিক দলের মধ্যে কথা কাটকাটি হয়েছিল শুনেছি। এ নিয়ে কোনও লিখিত অভিযোগ হয়নি।
সিপিআই সূত্রের খবর, কলকাতায় দলের সমাবেশ উপলক্ষ্যে এ দিন জয়পুরে দলীয় অফিসে বৈঠক ছিল। দলের কর্মী-সমর্থক মিলিয়ে প্রায় ৩৫ জন উপস্থিত হয়েছিলেন। ওই বৈঠকে যোগ দিতে এসেছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ধীরেন দাশগুপ্ত। তিনি হোটেলে খেতে যাওয়ার পর গণ্ডগোল বাধে। সিপিআইয়ের অভিযোগ, দলীয় অফিসের সামনে পতাকা বাঁধার সময় তৃণমূল কর্মী হিসেবে পরিচিতজনা পনেরো যুবক হঠাৎ সেখানে হাজির হয়। তাঁরা প্রশ্ন করেন, বহু কষ্টে গণতন্ত্র ফেরানো হয়েছে, তার পরেও লাল পতাকা বেঁধে মিটিং করা হচ্ছে কেন? ইন্দ্রজিৎবাবুর অভিযোগ, “তৃণমূলের ওই কর্মীরা গণেশবাবুকে বাইরে টেনে নিয়ে গিয়ে মারধর করে। বাধা দিতে গেলে আমাকে কিল ঘুষি মারে।” তিনি জানান, ধীরেনবাবুকে হোটেল থেকেই ফিরে যেতে বলা হয়। বৈঠকে আসা দলের কর্মী-সমর্থকরাও ভয়ে পালিয়ে যান। |