ফরওয়ার্ড ব্লকের এক সদস্যকে দলে টেনে বান্দোয়ানের সুপুডি পঞ্চায়েত নিজেদের দখলে আনতে চলেছে তৃণমূল। রবিবার ওই পঞ্চায়েত ভবনের কাছেই তৃণমূলের এক সভায় ফরওয়ার্ড ব্লক ছাড়ার কথা ঘোষণা করেন পঞ্চায়েত সদস্য লীলা মণ্ডল। তাঁকে দলে পেয়ে তৃণমূল ও পঞ্চায়েতে সংখ্যা গরিষ্ঠ হলেও এখনই তারা পঞ্চায়েতের ক্ষমতা পাচ্ছে না। প্রশাসন সূত্রের খবর, নিয়ম অনুযায়ী বোর্ড পরিবর্তনের জন্য আস্থা ভোট ডাকতে হবে। কিন্তু পঞ্চায়েতের বোর্ড গঠনের ছ’মাস আগে অনাস্থা আনা যায় না। কাজেই তৃণমূলকে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
সুপুডি পঞ্চায়েতের মোট আসন ১১টি। তৃণমূল পাঁচ, সিপিএমের তিন জন এবং নির্দল, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস একটি করে আসনে জয়ী হয়। কংগ্রেসের বিভূতি মুদি প্রধান নির্বাচিত হন। উপপ্রধান হন নির্দলের আহ্লাদী মুর্মু। তৃণমূলকে ঠেকাতে তাঁদের সমর্থন জানান সিপিএমের ওই তিন জন পঞ্চায়েত সদস্য।
লীলা মণ্ডল বলেন, “রাজ্যে তৃণমূলের সরকার চলছে। এলাকার উন্নয়নের জন্য পঞ্চায়েতেও তৃণমূলকে দরকার। তাই তৃণমূলে যোগ দিয়েছি।” বোরো এবং বান্দোয়ানের দায়িত্বে থাকা ফরওয়ার্ড ব্লকের জেলা কমিটির সদস্য তুলসী কর্মকার বলেন, “ওই সদস্যা তৃণমূলে যোগ দিয়েছেন বলে জেনেছি। বৈঠক ডেকে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।”
ওই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলা তৃণমূলের কার্যকারী সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, ব্লক সভাপতি রঘুনাথ মাঝি প্রমুখ। তৃণমূল সূত্রের খবর, বান্দোয়ান ব্লকের আটটি পঞ্চায়েতের মধ্যে আগেই ছ’টিতে তৃণমূল জিতেছে। সুপুড় পঞ্চায়েতও দখলের পথে। বাকি রয়েছে কুচিয়া পঞ্চায়েত। সেখানে তৃণমূল ও সিপিএমের সমান সদস্য থাকায় টসে ক্ষমতা পায় সিপিএম। ছ’মাস পূর্ণ হলেই সেখানেও অনাস্থা আনতে চলেছে তৃণমূল।
এ দিন বেলগুমায় এক অনুষ্ঠানে তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সংগঠনের পুরুলিয়া জেলা কমিটির কিছু পদাধিকারী-সহ কয়েকশো কর্মী। সংগঠনের জেলা সভাপতি হরদয়াল মাহাতো বলেন, “এতদিন আমরা বাম মতাদর্শ অনুযায়ী সংগঠন পরিচালনা করতাম। কিন্তু জেলার প্রতিবন্ধীদের স্বার্থে এ বার আমরা তৃণমূলের মতাদর্শ অনুসারে সংগঠন পরিচালনা করব।” ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো ও জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী নিয়তি মাহাতো। সরকারি বিভিন্ন সুবিধা যাতে জেলার প্রতিবন্ধীরা পান, সে জন্য মন্ত্রীকে অনুরোধ জানানো হয়। |