শ্লীলতাহানির অভিযোগে ধৃত কংগ্রেস কর্মী
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষাকর্মীকে গ্রেফতার করল বাদুড়িয়া পুলিশ। গোপাল মণ্ডল নামে ওই ব্যক্তিকে শনিবার রাতে বাদুড়িয়ার লক্ষ্মীকান্তপুর থেকে গ্রেফতার করা হয়। তিনি এলাকায় কংগ্রেস কর্মী বলে পরিচিত। এটা তৃণমূলেরই ষড়যন্ত্র বলে দাবি কংগ্রেসের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৩ ডিসেম্বর বাদুড়িয়ার লক্ষ্মীকান্তপুরের কয়েকটি ইটভাটায় শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে ভাটার মালিক, শ্রমিক ও গ্রামবাসীদের একাংশ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয় এক স্বাস্থ্যকর্মীর অভিযোগ, তখন বাদুড়িয়ার একটি স্কুলের শিক্ষাকর্মী তথা জেলা পরিষদের প্রাক্তন কংগ্রেস সদস্যার স্বামী গোপালবাবু তাঁদের উপরে হামলা চালান। তাঁকে ও অন্যান্য মহিলাদের মাটিতে ফেলে মারধর করে পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ১৫ ডিসেম্বর তিনি গোপালবাবু-সহ দু’জনের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ করেন। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তেরা পলাতক। শনিবার রাতে গোপালবাবু ফিরলে তাকে গ্রেফতার করে পুলিশ। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, তৃণমূল সমর্থক ওই স্বাস্থ্যকর্মী চক্রান্ত করে গোপালবাবুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এর জেরে রবিবার কংগ্রেসের সমর্থকেরা থানায় গিয়ে বিক্ষোভও দেখান তাঁরা। |
বিদ্যুৎ দফতরে ডাকাতি হাবরায়
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
কর্মীদের বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটল বিদ্যুৎ বণ্টন সংস্থার হাবরার বাণীপুর কাস্টমার কেয়ার সেন্টারে। শনিবার রাত দেড়টা নাগাদ হানা দেয় ডাকাত দলটি। সাত জন সশস্ত্র দুষ্কৃতী পাঁচ কর্মীর হাত-পা-চোখ বেঁধে ফেলে। গামছা মুখে ঠেসে দেয়। তিনটি ঘরে দরজা ভেঙে ঢুকে নথি তছনছ করে। ভল্ট ভাঙার চেষ্টাও করে। মোবাইল ফোন, কয়েক হাজার টাকা, যন্ত্রপাতি লুঠ করে পালায়। |
আগুনে পুড়ে ছাই হয়ে গেল ৮টি দোকান। শনিবার গভীর রাতে ঘুটিয়ারিশরিফ স্টেশন-সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। বারুইপুর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শট সার্কিট হয়েই এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে বাজার এলাকা ফাঁকাই ছিল। স্থানীয় এক ব্যবসায়ী খালাউদ্দিন ঘরামি বলেন, “রাতে দোকানে ছিলাম। দেখি, আগুন লেগে গিয়েছে। দ্রুত তা ছড়াতে থাকে। একে শীতের রাত, তার উপরে উত্তুরে হাওয়া। আগুন আয়ত্তে আনার আগে এক রকম চোখের সামনেই ৮টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।” |