টুকরো খবর |
বধূকে খুনের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বিবাহ-বর্হিভূত সম্পর্কের জেরে এক বধূকে খুনের চেষ্টার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। রবিবার নন্দকুমার থানার মান্দারগেছিয়া গ্রামে ঘটনাটি ঘটে। এ দিন সকালে স্থানীয় বাসিন্দা বিকাশ ধাড়া ছুরি দিয়ে প্রতিবেশী এক বধূর দেহের বিভিন্ন জায়গায় আঘাত করেন। গুরুতর আহত ওই মহিলাকে প্রথমে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত বিকাশ পলাতক। পুলিশ জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। |
বৃত্তিতে প্রথম জেলার মেয়ে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় কাঁথির সোহিনী সেন সারা রাজ্যে প্রথম হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত রাজ্য ভিত্তিক বৃত্তি পরীক্ষায় সোহিনী মোট ৪০০ নম্বরের মধ্যে ৩৯০ নম্বর পেয়েছে। এই বছর সারা রাজ্যে মোট চার লক্ষ পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিয়েছিল। সোহিনী কাঁথি কিশোরনগর শিশু শিক্ষাসদনের ছাত্রী। এই খবরে স্কুল ও সোহিনীর বাড়িতে খুশির হাওয়া। |
নারী নির্যাতনের প্রতিবাদে সভা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দিল্লিতে চলন্ত বাসে পাশবিক অত্যাচারের শিকার ‘দামিনী’র মৃত্যুর বর্ষপূর্তি উপলক্ষে রবিবার কাঁথি শহরের বড় ডাকঘর মোড়ে নাগরিক সভার আয়োজন করল ‘নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি’। নারী নির্যাতনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ার আহ্বান জানিয়ে এক পথনাটিকাও হয়। এ দিন মোমবাতি নিয়ে ট্যাবলো সহযোগে একটি মৌন মিছিল শহর পরিক্রমা করে। |
শেষ বিবেক চেতনা উৎসব
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দু’দিনব্যাপী বিবেক চেতনা উৎসব রবিবার শেষ হল দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুরে। শনিবার উৎসবের উদ্বোধন করেন বিধায়ক বনশ্রী মাইতি। ছিলেন জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা, বিডিও সত্যজিৎ মুখোপাধ্যায়। |
প্রতিষ্ঠা দিবস
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ভারতীয় জাতীয় কংগ্রেসের ১২৯তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। শনিবার কাঁথি মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে মহকুমা কংগ্রেস কাযার্লয়ে দলীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন বিধায়ক এআইসিসি সদস্য শৈলজা দাস। এ দিন বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে এক সভা হয়। |
|