|
|
|
|
আজ তমলুকে বুদ্ধ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
চলতি বছরের শুরুতেই পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরে দলের কৃষকসভার সমাবেশে ভাষণ দিতে এসে বিপুল সাড়া পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বছরের শেষ লগ্নে ফের জেলায় আসছেন তিনি। তবে এ বার জনসভা নয়, দলের প্রয়াত নেতা সুকুমার সেনগুপ্তর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা দিতে। আজ সোমবার তমলুকের নিমতৌড়িতে সিপিএম জেলা কার্যালয় প্রাঙ্গণে চার দিক ঘেরা মাঠে অনুষ্ঠানটি হবে। স্মারক বক্তৃতার বিষয় ‘সমাজতন্ত্র ও একুশ শতকের গণতন্ত্র’।
অবিভক্ত মেদিনীপুরের সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক সুকুমার সেনগুপ্তের জন্মশতবর্ষ এই বছর। সেই উপলক্ষে দুই মেদিনীপুরেই প্রয়াত নেতার স্মরণে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছিল। বর্ষশেষে সুকুমার সেনগুপ্ত স্মৃতি পাঠাগার উদ্বোধন ও স্মারক বক্তৃতার আয়োজন করেছে পূর্ব মেদিনীপুর জেলা সিপিএম। সভার জন্য দলের জেলা কার্যালয় প্রাঙ্গণে মঞ্চ বাঁধা হয়েছে। তবে চারদিক ঘেরা। সভায় শুধুমাত্র দলের জেলা কমিটি থেকে জোনাল কমিটির সদস্য, শাখা কমিটির সম্পাদক ও দলের বিভিন্ন গণসংগঠনের জেলা নেতৃত্বরা আমন্ত্রণ পেয়েছেন। সব মিলিয়ে আমন্ত্রিতের সংখ্যা হাজার দু’য়েক। দলীয় সমর্থক তো দূরের কথা, দলের সাধারণ সদস্যরাও ভিতরে ঢোকার প্রবেশাধিকার পায়নি। সভা সর্বসাধারণের জন্য খোলা না থাকার কারণ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। দলের সাংগঠনিক দুর্বলতা লুকোতেই এই কৌশল বলে গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তবে সিপিএমের এক জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যের কথায়, “এই সভা একেবারেই দলের আভ্যন্তরীণ বিষয়। কিছু দিন পরে জনসভা করার পরিকল্পনা রয়েছে। সেখানে বুদ্ধদেববাবু বক্তব্য রাখবেন। ফলে দলের সাংগঠনিক দুর্বলতার অভিযোগ ভিত্তিহীন।” |
|
|
|
|
|