|
|
|
|
লাঞ্ছিত স্পোর্টিং স্পিরিট |
রেকর্ড গড়েও বিতর্কে আনেলকা
সংবাদ সংস্থা • প্যারিস |
নজির গড়েও বিতর্কের মুখে ফরাসি ফুটবলার আনেলকা। গত রাতে আনেলকার জোড়া গোলে ইপিএলে ওয়েস্টহ্যামকে ২-১ হারায় ওয়েস্ট ব্রমউইচ। কিন্তু বছর চৌত্রিশের স্ট্রাইকার তাঁর প্রথম গোল করার পর যে ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তাতেই বিতর্ক। যা নিয়ে ক্ষুব্ধ তাঁর দেশের মানুষ, ফরাসি ক্রীড়ামন্ত্রী ভ্যালেরি ফরনেরঁ-ও। টুইটারে তাঁর প্রতিক্রিয়া, “দুর্ভাগ্যজনক আচরণ। দেখলেই মনে হবে উস্কানিমূলক উচ্ছ্বাস।” তাৎপর্যের যে, এই ম্যাচে গোলের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগে ছ’টি আলাদা দলের হয়ে গোল করার নজির গড়েন আনেলকা। |
‘ নাৎসি’ স্যালুট এবং বিতর্ক। |
কেমন ছিল আনেলকার উচ্ছ্বাস? টিভিতে দেখা গিয়েছে, প্রথম গোলের পর সাইডলাইনের দিকে দৌড়ে যান তিনি। তার পর বাঁ হাত দিয়ে ডান হাত চেপে ধরে ‘নাৎসি স্যালুট’-এর কায়দায় দাঁড়িয়ে পড়েন। যা নিয়েই হইচই ইউরোপের ফুটবল মহলে। যেটা বুঝতে পেরেই তড়িঘড়ি আসরে নামেন আনেলকা। তাঁর হয়ে বিবৃতি দেন দলের ম্যানেজার কিথ ডাউনিং। বলেন, “বাজে অভিযোগ। আনেলকা আসলে ওর এক কমেডিয়ান বন্ধুর ছবির দৃশ্য নকল করছিল। বুঝতে পারেনি এর প্রভাব এ রকম হবে।” আনেলকাও টুইটারে দুঃখপ্রকাশ করেন, “ওটা আমার কমেডিয়ান বন্ধু দিঁদ এম’বালা এম’বালার অভিনয়ের একটা মুহূর্ত। ওই ভাবেই গোলটা ওকে উৎসর্গ করতে গিয়েছিলাম।” এ দিকে, রবিবার ইপিএলে লিভারপুলের বিরুদ্ধে তিন মিনিটে স্কারটেলের গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে ২-১ হারায় চেলসি। সুয়ারেজদের বিরুদ্ধে চেলসির প্রথমার্ধে গোলদাতা হ্যাজার্ড ও এটো। জিরু-র গোলে আর্সেনাল ১-০ নিউক্যাসেলকে হারিয়ে লিগ টেবলে শীর্ষে। |
|
|
|
|
|