|
|
|
|
বিবেকানন্দকে নিয়ে আলোচনাসভা তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জানুয়ারি মাসে প্রতিটি ব্লকে স্বামী বিবেকাননন্দের জীবনদর্শন নিয়ে আলোচনাসভা আয়োজন করার নির্দেশ দিল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল।
দলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “আগামী এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি হবে। তার মধ্যে বিবেকানন্দের জীবন নিয়ে আলোচনাসভাও রয়েছে। ৩-১২ জানুয়ারি প্রতিটি ব্লকে এই কর্মসূচি হবে। বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আমাদের এই কর্মসূচি।”
শুধু বিবেকানন্দ স্মরণই নয়, আগামী ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও কর্মীদের সমাজসেবামূলক কর্মসূচি করার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, পতাকা উত্তোলন-মিছিল-পথসভা ছাড়াও গরিব মানুষদের বস্ত্র বিতরণ, হাসপাতালের রোগীদের ফল বিতরণ, দুঃস্থ ছাত্রছাত্রীদের বই বিতরণ, বয়স্কদের সম্মান প্রদান করা হবে। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “দলের উদ্যোগে বছরভর সমাজসেবামূলক কর্মসূচি হয়। কখনও ব্লক-অঞ্চলস্তরে, কখনও শহর স্তরে তা চলে। দলের প্রতিষ্ঠা দিবসেও এমন কর্মসূচি হবে।”
হঠাৎ এত সমাজসেবা কেন? বিবেকানন্দকে নিয়ে সভাই বা কেন? রাজনৈতিক মহল মনে করছে, সামনে লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এমন প্রস্তাব। প্রথমত, জেলার সর্বত্র যে হারে সমর্থন বেড়েছে, তাতে সিঁদুরে মেঘ দেখছেন জেলা তৃণমূলের একাংশ। ইতিমধ্যে ব্লকস্তর থেকে পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে নানা অভিযোগ আসছে। এই প্রেক্ষিতে সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছেন দল। তৃণমূলেরই অন্য একটি সূত্র আবার বলছে, কর্মীদের কর্মসূচির মধ্যে ব্যস্ত রেখে দলের অন্দরের মতভেদ চাপা দিতে চাইছেন নেতৃত্ব।
আগামী ৩০ জানুয়ারি তৃণমূলের বিগ্রেড সমাবেশ রয়েছে। ওই সমাবেশের সমর্থনেও জেলা জুড়ে সভা হবে। তার আগে কর্মিসভা শুরু হয়েছে। রবিবার গোপীবল্লভপুর-২, লোধাশুলি, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, রূপনারায়ণপুরে কর্মিসভা হয়। সেখানে সরকারের সাফল্য তুলে ধরার নির্দেশ দেওয়া হয় কর্মীদের। |
|
|
|
|
|