টুকরো খবর |
তালাবন্দি করে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একশো দিনের কাজের মজুরির টাকা কেটে নেওয়ার প্রতিবাদে কৃষি উন্নয়ন সমিতির কর্তাদের অফিসে তালাবন্দি করে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। রবিবার দুপুরে মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত মুড়াকাটা কৃষি উন্নয়ন সমিতির কার্যালয়ে এই ঘেরাও-বিক্ষোভ কর্মসূচি চলে। প্রায় এক ঘণ্টা তালাবন্দি থাকার পর পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। তালাবন্দি অবস্থায় ছিলেন সমিতির অন্যতম কর্তা তথা তৃণমূলের মেদিনীপুর সদর ব্লক সভাপতি দিলীপ দে’ও। দিলীপবাবুর অবশ্য দাবি, “আমরা অন্যায় কিছু করিনি। প্রসেসিং মানি কেটে না-রাখলে সমিতি চলবে কী ভাবে?” একশো দিনের প্রকল্পের আধিকারিকেরা অবশ্য জানাচ্ছেন, এ ভাবে মজুরির টাকা কাটা যায় না। বিক্ষোভরত শ্রমিকদের পক্ষে প্রদীপ দত্ত বলেন, “আমাদের দাবি, প্রাপ্য মজুরির পুরোটাই শ্রমিকদের দিতে হবে।” একশো দিনের প্রকল্পের এক আধিকারিক জানাচ্ছেন, এ ক্ষেত্রে লিখিত অভিযোগ এলে ওই সমিতির বিরুদ্ধে পদক্ষেপ করাও হতে পারে। |
বাস উল্টে মৃত
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
নয়ানজুলিতে উল্টে গেল বাস। মৃত্যু হল এক যাত্রীর। জখম হয়েছেন প্রায় ৩৫ জন। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ডেবরা থানা এলাকার ৬ নম্বর জাতীয় সড়কের শ্রীরামপুর বাসস্টপের কাছে। দুর্ঘটনার পর স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ৬ জনকে মেদিনীপুর মেডিক্যালে ও বাকিদের পাঁশকুড়ার পীতপুর ও ডেবরা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাত অবধি মৃতের পরিচয় জানা যায়নি। |
এনএসএস শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গোপীবল্লভপুর সুবর্ণরেখা কলেজ ও গড়বেতা কলেজে এনএনএসের শীতকালীন শিবির হল সাত দিন ধরে। গোপীবল্লভপুরের শিবিরটি হয় তপসিয়াতে। বেলদা কলেজের শিখর তুহিনকান্তি দাস ও গোপীবল্লভপুর কলেজের এনএসএস ইউনিটের সঙ্গে যুক্ত শিক্ষক লক্ষিন্দর পালুই সেখানে বক্তব্য রাখেন। |
দু’দিনের সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ওয়েবকুটার পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন হল মেদিনীপুর কলেজের সভাগৃহে। সবমিলিয়ে ১৪৭ জন প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বভারতীয় সংগঠন এআইএফটিএ’র সভাপতি তরুণ পাত্র। রবিবার বিকেলে সম্মেলন শেষ হয়। |
ঠেক ভাঙার দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চোলাই মদের ঠেক উচ্ছেদের দাবিতে রবিবার মিছিল হয় মেদিনীপুর শহরের নতুনবাজারে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগেই এই মিছিল হয়। |
|