অবস্থা সঙ্কটজনক সুচিত্রার |
রবিবার সন্ধ্যায় আচমকাই শারীরিক অবস্থার অবনতি হল সুচিত্রা সেনের। এ দিন দুপুর পর্যন্ত স্বাভাবিক খাওয়াদাওয়া করেছিলেন। যদিও শ্বাসকষ্টের কারণে কয়েক দফায় বেশ কিছু ক্ষণ অক্সিজেন দিতে হয়েছিল। সন্ধ্যা নাগাদ সেই শ্বাসকষ্ট আরও বাড়ে। গোড়ায় ওষুধ দিয়ে অবস্থা সামলানোর চেষ্টা করেন চিকিৎসকেরা। কিন্তু সাড়া না-মেলায় রাত সাড়ে ন’টা নাগাদ ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করানো হয় মহানায়িকাকে। বাড়ানো হয় অক্সিজেন দেওয়ার পরিমাণ। কিন্তু সূত্রের খবর, রাত পর্যন্ত তাঁর অবস্থা পুরোপুরি স্থিতিশীল হয়নি। হৃদ্যন্ত্রের গতিও বেশ অনিয়মিত।
পুরনো খবর: সুচিত্রা সেন হাসপাতালে
|
চলচ্চিত্র সংগ্রহশালার উদ্বোধন হল অসমে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
২৯ ডিসেম্বর |
অসমে একটি চলচ্চিত্র সংগ্রহশালার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গুয়াহাটির পাঞ্জাবাড়ি এলাকায় রাজ্য চলচ্চিত্র নিগমের বহুমুখী সাংস্কৃতিক প্রকল্প ‘জোনাকি’তে ওই সংগ্রহশালা তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আঞ্চলিক ভাষার ছবিগুলি বিভিন্ন রাজ্যের আশা-আকাঙ্খা, জীবনধারা, সাংস্কৃতিক ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে। চলচ্চিত্র সংগ্রহশালা গড়ে আমরা সেই বহমান ঐতিহ্যকেই এক ছাদের তলায় নিয়ে আসার চেষ্টা করেছি।” রাজ্যের সংস্কৃতিমন্ত্রী প্রণতি ফুকন জানান, ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সংগ্রহশালায় অসমীয় চলচ্চিত্রের ৭৫ বছরের ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেখানে ১৯৬৬ সালে ‘লোটি ঘটি’ ছবিতে অভিনেত্রী বিদ্যা রাওয়ের পোষাক, ১৬ মিলিমিটারের স্টিনব্যাক প্রজেক্টার যন্ত্র, পুরনো ক্যামেরা, গ্রামাফোন, পুরনো শব্দগ্রহণ যন্ত্র, টেপ রেকর্ডার, পুরনো দিনের অসমীয় ছবির পোস্টার রাখা হয়েছে।
অসমীয় ছবির ইতিহাস নিয়ে প্রবীণ হজারিকার তৈরি ১৩ মিনিটের একটি তথ্যচিত্র দেখানো হয়। ওই তথ্যচিত্রটি সংগ্রহশালার দর্শকদের দেখানো হবে। সেখানে প্রদর্শিত পোস্টারগুলি দিয়েছেন প্রফুল্ল দত্ত। বিভিন্ন সামগ্রী দিয়ে সংগ্রহশালাকে সমৃদ্ধ করেছেন টিমোথি দাস হান্সে ও জহ্নু বরুয়া। চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা অমল পালেকরও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। |
পছন্দের কার্ড বাছাইয়ে অভিনেত্রী অরুণিমা ঘোষ। রবিবার, সাউথ সিটি মলে। ছবি: রণজিৎ নন্দী। |