ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সুচিত্রা সেন। তাঁর হালকা জ্বর আর সর্দি-কাশি রয়েছে। অক্সিজেন চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে, কথাবার্তা বলছেন। স্বাভাবিক খাবারও খাচ্ছেন। তবে সংক্রমণের জন্য আগামী দু’তিন দিনের মধ্যে তাঁর বাড়ি ফেরার সম্ভাবনা নেই।
গত মঙ্গলবার, ২৪ ডিসেম্বর দুপুরে সুচিত্রা সেনকে মিন্টো পার্ক-সংলগ্ন এক হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই আগে একাধিক বার বুক ও মূত্রনালীতে সংক্রমণ এবং হাঁটুতে চোট নিয়ে ভর্তি ছিলেন তিনি। মাস তিনেক আগে এক বার এক দিনের জন্য ভর্তি হয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়েছিলেন। হাসপাতালের ছ’তলায় তাঁর পছন্দের ঘরেই তাঁকে রাখা হয়েছে। সুব্রত মৈত্র এবং সমরজিৎ নস্করের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তাঁর দেখাশোনা করছেন।
সুচিত্রা সেনের বয়স এখন ৮২। বয়সের কথা মাথায় রেখেই অত্যন্ত সাবধানতার সঙ্গে তাঁর চিকিৎসা চলছে। সমরজিৎবাবু বলেন, “চিন্তার কারণ নেই। তবে বয়সটা ফ্যাক্টর। অ্যান্টিবায়োটিক চলছে। তাতে সুগারটা একটু বেড়েছে। তবে উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁকে চিকেন স্টু, ভাত, মাছের ঝোল, টোস্ট দেওয়া হচ্ছে।”
সুচিত্রা সেনের ভর্তি নিয়ে অবশ্য তাঁর পরিবার ও হাসপাতালের তরফে চরম গোপনীয়তা রক্ষা করা হয়েছে। তাঁর ভর্তির খবর সংবাদমাধ্যমের কাছে আসে শুক্রবার গভীর রাতে। শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কিছু জানাতে অস্বীকার করেন। এমনকী হাসপাতালের রেজিস্টারেও সুচিত্রা সেনের নাম রাখা হয়নি। সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন অবশ্য বলেন, “উনি ভর্তি হয়েছেন এবং ভাল আছেন।”
শেষ পর্যন্ত এ দিন বিকেলে হাসপাতাল সুচিত্রা সেনের ভর্তি থাকার কথা স্বীকার করেছে। |