দেড়শোর পথে প্রদর্শনী
আশিস পাঠক • কলকাতা |
টানা ১৪৯ বছর ধরে এই কলকাতায় হয়ে চলেছে একটি শিল্প-প্রদর্শনী। আজকের অনেক খ্যাতনামা শিল্পীরই ছাত্রাবস্থার কাজ প্রথম দেখানো হয়েছে ‘গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্র্যাফ্ট’-এর সেই ঐতিহ্যবাহী প্রদর্শনীতে। আগামী বছর সার্ধশতবর্ষকে সামনে রেখে এ বার নতুন উৎসাহে বড় করে হচ্ছে কলেজের ১৪৯তম বার্ষিক প্রদর্শনী। কলেজ প্রাঙ্গণে সম্প্রতি উদ্বোধন হল দশ দিনের এই প্রদর্শনীর। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন রামানন্দ বন্দ্যোপাধ্যায় ও ধীরাজ চৌধুরী।
কলেজের প্রায় চারশো ছাত্রের প্রায় দু’হাজার কাজ দেখানো হচ্ছে এই প্রদর্শনীতে। কেবল পেন্টিংই নয়, থাকছে ভাস্কর্য, ছাপাই ছবি, কাঠ ও চামড়ার কাজ, সেরামিক এবং বস্ত্রশিল্প। কলেজের বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক চন্দন দাস বললেন, “এ বারের প্রদর্শনীতে ছাত্রদের কাজের মান চোখে পড়ার মতো। দেড়শো বছর উপলক্ষে আমরা এর পরে বিশেষ প্রদর্শনী করব। তার জন্য একটি কমিটিও তৈরি হচ্ছে।”
|