চাষিদের দাবি মেনে বসল অগভীর নলকূপ। রবিবার সিএডিসিএফএসিএস সমবায় সমিতি কালনা ২ ব্লকের ৯টি মৌজায় ২০টি অগভীর নলকূপ বসাল। অকালপৌষ গ্রামে একটি নলকূপের উদ্বোধন হয়। সমবায় সমিতি সূত্রে খবর, বড়ধামাস, অকালপৌষ এবং বৈদ্যপুর পঞ্চায়েতে সেচের জল-সহ নানা পরিষেবা দেওয়া হয় চাষিদের। সমবায় সমিতির কাছে অকালপৌষ-সহ ৯টি মৌজার চাষিদের অভিযোগ ছিল, অগভীর নলকূপের মালিকের কাছে চড়া দামে চাষের জন্য জল কিনতে হয়।
|
বধূ নির্যাতনে গ্রেফতার দুই |
এক মহিলাকে মদ্যপ অবস্থায় মারধর করেছেন তাঁর স্বামী, এই অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী ১ ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের ব্রহ্মাণীতলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৌ দে শনিবার সন্ধ্যায় থানায় অভিযোগ জানান, তাঁর স্বামী শিবশঙ্কর দে তাঁকে মারধর করেছেন। তাতে ইন্ধন দিয়েছেন তাঁর শ্বশুর তপন দে। ওই দম্পতির বিয়ে হয় ২০০৯ সালে। তাঁদের একটি আড়াই বছরের মেয়ে রয়েছে।
|
কর্মক্ষেত্রে সাহসিকতার জন্য জেলার দুই পুলিশ কর্মীকে পুরষ্কৃত করল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার আয়োজক সংস্থার নিজস্ব হলে এই পুরষ্কার দেওয়া হয়। পুরষ্কৃত পুলিশকর্মীরা হলেন পালশিট ক্যাম্পের এএসআই সুদীপ ভট্টাচার্য ও বুদবুদ থানার এসআই মনোতোষ ভদ্র। সুদীপবাবু এক দিনে ১১টি চোরাই ট্রাক আটক করায় ও মনোতোষবাবু এক অপহৃত বালককে উদ্ধার ও দুষ্কৃতীদের ধরায় নেতৃত্ব দেওয়ায় এই পুরস্কার। |