চার দিন ব্যাপী কোলফিল্ড উত্সব শেষ হল রবিবার। ২৬ ডিসেম্বর আসানসোলের ডামরায় এর উদ্বোধন করেন ইসিএলের সিএমডি রাকেশ সিংহ। কোলফিল্ড স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও আসানসোল পুরসভার সহযোগিতায় উত্সব হল। ছিল নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অনুষ্ঠান। শেষ দিন সকালে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে থেকে অনুষ্ঠান স্থল পর্যন্ত সম্প্রীতির লক্ষ্যে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় হয়। সন্ধ্যায় ছিল আদিবাসী নৃত্যানুষ্ঠান এবং বাউল সঙ্গীত।
|
কোথায় কী
কাঁকসা
পরিবেশ সচেতনতা প্রচার। আদুড়িয়া গ্রাম।
উদ্যোগ: রামকৃষ্ণ বিবেকানন্দ চ্যারিটেবল ট্রাস্ট।
দুর্গাপুর
সারা ভারত শীতকালীন ক্যারাটে প্রতিযোগিতা। সেন্ট পলস গালর্স হাইস্কুল।
উদ্যোগ: সারা ভারত আশিহারা ক্যারাটে অর্গানাইজেশন।
সারা ভারত শিশু ও কিশোর শারীর শিক্ষণ শিবির। গোপালমাঠ উচ্চ বিদ্যালয়।
বিকাল ৫টা। উদ্যোগ: মণিমেলা মহাকেন্দ্র। |