নওজওয়ান ক্লাবের উদ্যোগে রবিবার মিডিয়া একাদশ ও লিডার একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়। মিডিয়া একাদশ লিডার একাদশকে ৪১ রানে হারিয়ে দেয়। বার্নপুর বয়েজ হাইস্কুল মাঠে নির্ধারিত ১২ ওভারের খেলায় প্রথম ব্যাট করতে নেমে মিডিয়া একাদশ ৪ উইকেটে ১৪৮ রান তুলে নেয়। জবাবে লিডার একাদশ নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১০৭ রান করে। খেলা পরিচালনা করেন রুপেন্দু বন্দ্যোপাধ্যয় ও অনির্বান ভট্টাচার্য।
|
মহকুমা ফুটবল লিগে যুগ্ম ভাবে সেরা রেফারি নির্বাচিত হলেন নৃপেন হালদার এবং বাপ্পা মাঝি। মহকুমা রেফারি সংস্থা সূত্রে খবর, রবিবার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে দু’জনকে পুরস্কৃত করা হয়। সম্প্রতি ফিউচার ইন্ডিয়া প্রোজেক্টে গুজরাতের গাঁধীনগরে একটি শিবির থেকে ঘুরে আসা দুই রেফারি ঋজু মণ্ডল এবং সন্দীপ দাসকে পুরস্কৃত করা হয়।
|
সবুজ মেলা আয়োজিত ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হয় ডালহৌসি এসি। তারা শনিবার চিত্তরঞ্জন শ্রীলতা মাঠে সিএলডব্লুএসএকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। আয়োজক সংস্থা জানিয়েছে, সোমবার ফাইনাল খেলবে এ দিনের জয়ী দলের সঙ্গে এরিয়ান ক্লাব।
|
রবিন কাজি স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার শনিবারের খেলায় জয়ী হয় হিজলগড়া সোহেল একাদশ। তারা হিজলগড়া মাঠে বেনালি একাদশকে ১০২ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে সোহেল ৫ উইকেটে ১৫৩ রান করে। জবাবে বেনালি ৫১ রান করে।
|
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেটে রবিবার জয়ী হয় ভজন একাদশ জামগ্রাম। তারা স্পোকেক্স একাদশ জেমারিকে ১৭ রানে হারিয়ে দেয়। |