আগুনে পুড়ে গেল অন্ডাল উত্তর বাজার হাটতলা এলাকার ১৫টি দোকান। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১২টা নাগাদ। রানিগঞ্জ ও দুর্গাপুর থেকে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাটতলার পাশে বাড়ি সুধন দীক্ষিতই প্রথমে কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখতে পান। তার পর আশপাশের বাসিন্দারা এবং দোকানদারেরা বেরিয়ে এসে সুধনবাবুর ঘর থেকে একটি ট্যাঙ্কার ভর্তি জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এর কিছুক্ষণের মধ্যেই এসে যায় দু’টি দমকল। যদিও দমকল আসার আগেই ভস্মীভূত হয়ে যায় বাঁশ-কাঠের তৈরি ১৫টি দোকান। |
অন্ডাল উত্তর বাজার হাটতলা এলাকায় আগুন লাগার পরে চলছে উদ্ধারকাজ।—নিজস্ব চিত্র। |
অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান তথা স্থানীয় বাসিন্দা শশী চৌবে জানান, পুরনো হাটতলায় বিদ্যুতের কোনও সংযোগ নেই। জেনারেটরের সাহায্যে আলো জ্বলে। দোকান বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জেনারেটর বন্ধ করে দেওয়া হয়। ফলে প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি। পুলিশকে পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের খুঁজে বের করে দাবি জানিয়েছেন তাঁরা।
হাটতলা উন্নয়ন কমিটির সম্পাদক দুলাল সাহা জানান, তাঁরা অন্ডাল থানায় জোর করে কেউ আগুন লাগিয়ে দিয়েছে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাটতলা কমিটির সদস্যদের অভিযোগ, হাটতলায় বেশ কয়েক দিন ধরে অনলাইন জুয়া এবং মদের ঠেক বসছে। এই বিষয়ে পুলিশকে বার বার জানিয়েও লাভ হয়নি। তাঁদের আশঙ্কা, জুয়া ও মদের ঠেকের সঙ্গে যারা জড়িত তাঁরাই রোষের কারণে এমন ঘটনা ঘটিয়েছে। পুলিশ প্রশয় না দিলে ওরা অবৈধ কারবার দীর্ঘ দিন চালাতে পারতো না বলে অভিযোগ করেছেন কমিটির সদস্যেরা। অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, আগুন কিভাবে লেগেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। |