দ্বিতীয় ও তৃতীয় দফায় যে জেলাগুলিতে আধারের ভিত্তিতে গ্যাসে সরাসরি ভর্তুকির প্রকল্প চালু হয়েছিল, সেখানে ওই নম্বর জমার সময়সীমা বাড়াল কেন্দ্র। পশ্চিমবঙ্গের কোনও জেলা এই তালিকায় নেই। কিন্তু তার পরই চতুর্থ ও পঞ্চম পর্যায়ে সরাসরি ভর্তুকির প্রকল্প চালু হয়েছিল রাজ্যের চার জেলায়। এর পর সেখানেও সময় বাড়বে কি না, জানতে উৎসুক সকলে। তবে পেট্রোলিয়াম মন্ত্রক কিংবা তেল সংস্থাগুলির সূত্রে তেমন ইঙ্গিত এখনও মেলেনি।
চতুর্থ পর্যায়ে রান্নার গ্যাসে সরাসরি ভর্তুকির প্রকল্প চালু হয় গত ১ নভেম্বর। যার মধ্যে রয়েছে এ রাজ্যের তিন জেলা কলকাতা, হাওড়া এবং কোচবিহার। বলা হয়েছে, প্রকল্প চালু হওয়ার পরও ব্যাঙ্ক এবং তেল সংস্থার কাছে আধার নম্বর জমা দিতে আরও তিন মাস সময় পাবেন ওই তিন জেলার গ্রাহকেরা। ফলে তাঁদের ক্ষেত্রে তা জমার সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত। পঞ্চম পর্যায়ে প্রকল্প শুরু হওয়া হুগলির ক্ষেত্রে আবার ওই সময়সীমা ২৮ ফেব্রুয়ারি। কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের কাছ থেকে নির্দেশ পাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের সময়সীমা যথাক্রমে ৩১ ডিসেম্বর (ছিল ৩০ নভেম্বর) এবং ৩১ জানুয়ারি (ছিল ৩১ ডিসেম্বর) করেছে তেল সংস্থাগুলি। ফলে একই ভাবে পরবর্তী পর্যায়ের জেলাগুলির জন্যও সময়সীমা পিছোবে কি না, জল্পনা শুরু হয়েছে তা নিয়ে। অবশ্য এ রকম কোনও ইঙ্গিত দিতে নারাজ তেল সংস্থাগুলি। ফলে সত্যিই সময়সীমা বাড়বে কি না, তা বুঝতে অন্তত জানুয়ারির শেষ দিক পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গতি নেই।
সময়সীমা পিছোনোর জন্য কেন্দ্র ও তেল সংস্থাগুলির কাছে বহু বার সওয়াল করেছে রাজ্য। একই দাবি উঠেছে দেশের অন্যান্য প্রান্তেও। কিন্তু দেশের অন্যান্য অংশের মতো সময়সীমা বাড়ার ‘সুবিধা’ রাজ্যও পাবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
তবে সকলের কাছে যত তাড়াতাড়ি সম্ভব আধার নম্বর পৌঁছে দিতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। কোচবিহারে গ্যাস ডিলারদের দোকানে আধারের জন্য বায়োমেট্রিক তথ্য জমার কাজ শুরু হয়েছে। সেখানে নাম নথিভুক্ত করিয়েছেন ১০ হাজার গ্রাহক। প্রক্রিয়া চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। তবে কলকাতা, হাওড়া ও হুগলিতে কবে এই কাজ শুরু হবে, তা নিশ্চিত নয়। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, কলকাতা, হাওড়া ও কোচবিহারে তেল সংস্থাগুলির কাছে নাম নথিভুক্ত করেছেন মাত্র ১৫, ২১ এবং ৩৮ শতাংশ গ্রাহক। ফলে আধার নম্বর দিতে কেন্দ্রকে কোমর কষতেই হবে বলে মনে করছেন তাঁরা। তেল সংস্থাগুলি সূত্রে খবর, আমদানি খরচ বৃদ্ধির কারণে জানুয়ারিতেই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। |