|
|
|
|
কাঁপছে উত্তর ভারত, শীত থিতু রাজ্যেও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কোথাও শূন্য, কোথাও বা এক ডিগ্রির কাছাকাছি! ভরা পৌষে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় এ ভাবেই দাপট দেখাচ্ছে শীত। হরিয়ানা, রাজস্থানের কোথাও কোথাও চলছে প্রবল শৈত্যপ্রবাহও। শনিবার আবহবিদেরা জানিয়েছেন, আপাতত কয়েক দিন উত্তর ভারতের রাজ্যগুলিতে কনকনে ঠান্ডা থাকবে বলেই মনে করা হচ্ছে। উত্তর ভারতের মতো না হলেও শীত থিতু হচ্ছে বাংলা-সহ পূর্ব ভারতেও।
উত্তর ভারতে অবশ্য ডিসেম্বরের গোড়া থেকেই ঠান্ডার দাপট চলছিল। এরই মধ্যে কনকনে শীতের দাপটে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের শরণার্থী শিবিরে শিশুমৃত্যুর খবর নিয়ে বিতর্ক ছড়িয়েছে। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রসচিব এ কে গুপ্ত দাবি করেন, ঠান্ডায় কোনও শিশু মৃত্যু ঘটেনি। তাতে বিপাকে পড়েছে উত্তরপ্রদেশ সরকার। অখিলেশ সরকার যাই বলুক না কেন, কেন্দ্রীয় সরকার অবশ্য উত্তর ভারতে শৈত্যপ্রবাহ নিয়ে ইতিমধ্যেই চিন্তিত। ঠান্ডায় মৃত্যু এড়াতে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে সতর্কতা জারি করেছে তারা।
আবহবিদেরা জানিয়েছেন, উত্তর ভারতের এই ঠান্ডার ছোঁয়া এসে পড়েছে পূর্ব ভারতেও। বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কোনও কোনও এলাকায় রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। তবে এখনও রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা বা শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি বলেই মনে করছেন তাঁরা। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে সব থেকে কম তাপমাত্রা ছিল গয়ায়, ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আপাতত দক্ষিণবঙ্গের শীতে তেমন বড় ধরনের হেরফের দেখছেন না আবহবিজ্ঞানীরা। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন, “আপাতত শীতের পরিস্থিতি মোটামুটি এমনই থাকবে বলে মনে হচ্ছে।”
উত্তর ভারতে এমন পরিস্থিতি কেন?
কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রের খবর, কাশ্মীরের একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা (ভূমধ্যসাগর থেকে বয়ে আসা বায়ুপ্রবাহ) আছড়ে পড়েছে। তার ফলে তাপমাত্রা কমতে শুরু করেছিল উত্তর ভারতে। আবহবিদেরা জানান, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর ও সংলগ্ন পাহাড়ি এলাকায় বৃষ্টি-তুষারপাত হয়। তার ফলেই ঠান্ডা বয়ে আসে উত্তর ভারতে। কিন্তু গত দু’দিনের কড়া ঠান্ডার পিছনে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের এক বিজ্ঞানী জানান, দিন সাতেক আগে উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। তার জেরে দিল্লি এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টি হয়েছিল। সেটা দুর্বল হতেই জাঁকিয়ে বসেছে শীত।
মৌসম ভবন সূত্রের খবর, উত্তর ভারতে সব থেকে কম দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে, ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবন সূত্রের খবর, ইতিমধ্যেই কাশ্মীরে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে। |
পুরনো খবর: উচ্চচাপের বাধা হটিয়ে অবশেষে স্বমেজাজে শীত |
|
|
|
|
|