আজ কলকাতায় সদস্য সংগ্রহে নামছে আপ
‘চলো দিল্লি’র পরে এ বার ‘চলো কলকাতা’।
আজ, রবিবার কলকাতায় সদস্য সংগ্রহ অভিযানে নামছে আম আদমি পার্টি (আপ)। দিল্লির ভোটে কেজরিওয়ালদের তুমুল সাফল্যের পরেই মহানগরীর রাস্তায় আনন্দে মাততে দেখা গিয়েছিল কিছু আপ সমর্থককে। দল সূত্রে জানানো হয়েছে, আজ বেলা ১১টা থেকে গভর্নমেন্ট প্লেস ইস্ট-এ এজরা ম্যানসনে সরাসরি সদস্য সংগ্রহ শুরু হবে।
লোকসভা ভোটের আগে দেশের নানা জায়গায় জনভিত্তি তৈরির করার চেষ্টা শুরু করেছে আপ। কেজরিওয়াল খড়্গপুর আইআইটি-র প্রাক্তন ছাত্র হওয়ার সুবাদে সেখানে সদস্য সংগ্রহ তো চলছেই।
দিল্লিতে শপথ নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভা।
কলকাতায় আপ সমর্থকদের মিষ্টিমুখ। শনিবার। ছবি: সুমন বল্লভ।
গত রবিবার কলকাতা লাগোয়া দুই জেলা হাওড়া-হুগলিতেও সদস্য সংগ্রহ অভিযান হয়েছে। স্বেচ্ছাসেবকেরা নতুন সদস্যদের দলে টানার চেষ্টা করছেন। কোথাওই দলের কার্যালয় না থাকায় স্বেচ্ছাসেবকদের বাড়ি থেকেই কাজ চালানো হচ্ছে। হাওড়ার ঘুষুড়ি ও হুগলির শ্রীরামপুর স্টেশন লাগোয়া এলাকায় অভিযান হয়েছে। রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া এবং ব্যাণ্ডেলেও সদস্য সংগ্রহ চলছে। দুই জেলা মিলিয়ে এখনও শ’পাঁচেক সদস্য জুটেছে বলে দলের হাওড়া ও হুগলির অ্যাডপ্ট কমিটি সূত্রের দাবি। গোড়ায় সোশ্যাল মিডিয়ায় প্রচার দিয়েই নতুন লোকজন টানার কাজ শুরু করেছিল আপ। স্বেচ্ছাসেবকদের দাবি, দিল্লিতে দলের বিপুল সাফল্যের পরে সদস্য সংগ্রহে গতি এসেছে। সদস্য হতে গেলে নিজের বায়োডেটা দিতে হচ্ছে, সেই সঙ্গে ১০ টাকা চাঁদা।
এখনও পর্যন্ত নতুন সদস্যদের বেশির ভাগ কলেজ-পড়ুয়া। বিভিন্ন কর্পোরেট সংস্থায় চাকরি করা যুবক-যুবতীরাও রয়েছেন। সংবাদমাধ্যমের লোকজনও কিছু রয়েছেন। তবে কোনও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কর্মীরা এখনও আপ-এ যোগ দিতে আগ্রহ দেখাননি। কোনও দলের তরফে কর্মসূচিতে বাধা বা হুমকিও দেওয়া হয়নি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.