‘ইনক্রিমেন্ট’ বন্ধ পুলিশের
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
এক অভিযুক্তকে ছিনতাইয়ের অভিযোগ থেকে আড়াল করার অভিযোগে মালদহ থানায় এক সাব ইন্সপেক্টরের বেতনের ছয়টি ‘ইনক্রিমেন্ট’ বন্ধ করার নির্দেশ দিয়েছেন মালদহ জেলা পুলিশ সুপার। শুক্রবার অভিযুক্ত ওই সাব ইন্সপেক্টর সুব্রত সরকার নিজের দোষ স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রের খবর। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় অবশ্য বলেন, “পুরোটাই বিভাগীয় বিষয়। কিছু বলা যাবে না।” অভিযুক্ত পুলিশ অফিসার সুব্রতবাবু অবশ্য বলেছেন, “ভুলের কথা পুলিশ সুপারের কাছে স্বীকার করেছি। তার পরে আমার ইনক্রিমেন্ট কাটা হল। আমি ডিআইজির কাছে আবেদন করব।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ মে পুরাতন মালদহে বাইক ছিনতাই করার অভিযোগে এক যুবকের বিরুদ্ধ মালদহ থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ জামিন অযোগ্য ছিনতাইয়ের মামলা রজু করে। পরে তদন্তকারী অফিসার সুব্রতবাবু ওই অভিযুক্তের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা তুলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে জামিন যোগ্য হাতাহাতির ধারায় মামলা দেখিয়ে আদালতে চার্জশিট দেন বলে অভিযোগ। গত ১৯ নভেম্বর বিষয়টি নজরে পরে বিচারকের। বিচারকের নির্দেশেই জেলা পুলিশ তদন্ত শুরু করে।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পাতলাখাওয়ার জঙ্গলে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ওই দেহ উদ্ধার করেছে। পুলিশ জানায়, পাতলাখাওয়া জঙ্গলের রসমতি পর্যটন কেন্দ্রের ওয়াচটাওয়ার লাগোয়া তোর্সা নদী পাড়ের হোগলার জঙ্গলে এদিন বিকেলে বনকর্মীরা পা বাঁধা ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। মৃতের নাকে ও মুখে রক্তের দাগ ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে আনে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই যুবককে অন্য কোনও জায়গায় শ্বাসরোধ করে খুন করে সেখানে ফেলে যায় দুষ্কৃতীরা। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা হচ্ছে।”
|
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বাস স্ট্যান্ড নির্মাণের বন্ধ হয়ে যাওয়া কাজ ফের শুরু করল প্রশাসনের নজরদারিতে। গত রবিবার পূর্ত দফতরের অধীন ঠিকাদার সংস্থার এক ইঞ্জিনিয়ার এবং এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শুভাশিস পালের বিরুদ্ধে। তারপর থেকে বাসস্ট্যান্ড তৈরির কাজ বন্ধ ছিল। প্রশাসন সূত্রের খবর, কলকাতার ওই ঠিকাদার সংস্থার তরফে ওই দিন রাতেই জেলা পুলিশ সুপারের কাছে ই-মেলে অভিযোগ জানানো হয়। শুক্রবার আনন্দবাজারে সে খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন। জেলাশাসক তাপস চৌধুরী এ দিন বলেন, “সরকারি কাজে বাধা বরদাস্ত করা হবে না।” |