|
|
|
|
১০০ দিনের কাজে গতি চায় প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
১০০ দিনের কাজের প্রকল্পে পিছিয়ে পড়া দক্ষিণ দিনাজপুরে কাজের গতি বাড়াতে জেলাস্তরে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সভাপতিদের নিয়ে বৈঠক করল জেলা প্রশাসন। শুক্রবার বালুরঘাটের নাট্যতীর্থ ভবনে সভায় জেলার বিধায়কেরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মুখ্য নির্বাহী আধিকারিক অভিনব চন্দ-সহ অফিসাররা। তাঁরা ব্লক ধরে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে গিয়ে ওই প্রকল্পের বেহাল অবস্থা উঠে আসে। ১০০ দিনের প্রকল্পে রাজ্যে কয়েক মাস আগেও দক্ষিণ দিনাজপুরের স্থান ছিল ১৩ নম্বরে। এ দিনের পর্যালোচনায় দেখা যায় জেলার স্থান ১৭ নম্বর নেমে গিয়েছে। গত মাসে কুশমন্ডিতে সরকারি বৈঠকে এজেলার ১০০ দিনের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কাজের গতি বাড়াতে বলে যান। বিশেষ করে কুমারগঞ্জ এবং হিলি ব্লকে ১০০ দিনের কাজ কম হওয়ায় বিডিওদের তিনি সতর্ক করেছিলেন। এদিনের বৈঠকে পর্যালোচনার পর দেখা যায়, কুমারগঞ্জ ও হিলি ব্লকে কাজের গতি বেড়েছে। এখনও পর্যন্ত ব্লকগুলিতে মানুষকে ২০দিন কাজ দেওয়া গিয়েছে। বাকি ব্লকগুলিতে ১০-১২ দিনের বেশি কাজ হয়নি। জেলাশাসক তাপস চৌধুরী বলেন, “সবচেয়ে খারাপ অবস্থা তপন এবং হরিরামপুর ব্লকে। প্রকল্পে কাজের গতি বাড়াতে বেশকিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পুকুর পাড় বাধানো, কলাবাগান তৈরি থেকে এক অঞ্চলের সঙ্গে আর একটি অঞ্চলের সংযোগ রক্ষায় মাটির রাস্তা ও পাকা রাস্তা তৈরির মত প্রকল্প নেওয়া হয়েছে।” |
|
|
|
|
|