|
|
|
|
সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের কয়েক কোটি টাকা বিলি হয়নি |
টাকা পড়ে, থমকে আমার বাড়ি
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরেও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ‘আমার বাড়ি’ প্রকল্পের কয়েক কোটি টাকা ফেলে রাখার অভিযোগ উঠেছে। আমার বাড়ি প্রকল্পের টাকা পেতে প্রতিদিনই কালিয়াচক ১ ব্লকে ভিড় জমাচ্ছে গরিব সংখ্যালঘুরা।
গরিব সংখ্যালঘুদের জন্য কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক ‘আমার বাড়ি’ প্রকল্পে প্রতিটি পরিবারকে বাড়ি তৈরি করার জন্য ১ লক্ষ ৬৭ হাজার টাকা তিনটি পর্যায়ে বেনিফিসারিদের দেবে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৫৮ হাজার ও তৃতীয় পর্যায়ে ৫১ হাজার টাকা। প্রথম পর্যায়ের প্রাপ্য টাকার ইউসি দেওয়ার পরই দ্বিতীয় পর্যায়ের টাকা মিলবে। কালিয়াচক ১ ব্লকে ৭০৫ জনের জন্য ‘আমার বাড়ি’ প্রকল্পের ৫০ শতাংশ টাকা ৫ কোটি ৮৮ লক্ষ টাকা রাজ্যের মাধ্যমে কেন্দ্রীয় সংখ্যলঘু উন্নয়ন মন্ত্রক তিন মাস আগে পাঠিয়ে দিয়েছে।
কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসার পরেও সেই টাকা তালিকাভুক্ত গৃহহীন সংখ্যালঘুদের মধ্যে বিলি না করায় বেজায় চটেছেন সুজাপুরের কংগ্রেস বিধায়ক আবু নাসের খান চৌধুরী। তিনি বলেছেন, “আমার বাড়ি প্রকল্পে বেনিফিশিয়ারি তালিকা তৈরি করতে বিডিও, সদর মহকুমাশাসক ও আমায় নিয়ে তিন জনের কমিটি তৈরি করা হয়েছিল। সেই মতো সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক বেনিফিশিয়ারির নামে ‘আমার বাড়ি’ প্রকল্পের টাকা রাজ্য সরকারে মাধ্যমে ব্লকে পাঠিয়ে দিয়েছে। বিডিও উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে গরিবদের প্রকল্পর টাকা বিলি করছেন না।” তিনি বলেন, “তালিকা তৈরির সময় বিডিও এবং মহকুমাশাসক দু’জনই ছিলেন। তবে তালিকার ২৫০ জনের টাকা কেন আটকানো হল?” পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা বিবি বলেন, “বহু বার বিডিওকে টাকা দেওয়ার জন্য বলেছি। তিনি টাকা বিলি করছেন না। কেন করছেন না বুঝতে পারছি না।” জেলা পরিষদে কংগ্রেস সদস্য মিজানুর রহমান বলেন, “বিডিও ‘আমার বাড়ি’ প্রকল্পের সমস্ত বেনিফিশিয়ারির প্রাপ্য সাত দিনের মধ্যে না দিলে তাঁদের নিয়ে কালিয়াচক ব্লক দফতরে বিক্ষোভ দেখাবে কংগ্রেস।”
কালিয়াচক ১-এর বিডিও দীপ্তার্ক বসু বলেন, “৭০৫ বেনিফিশিয়ারির তালিকা হয়েছিল। গত ২৬ নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘আমার বাড়ি’ প্রকল্পে প্রথম পর্যায়ে ৫৮০০০ টাকা করে ৫ বেনিফিশিয়ারির নামে ২ লক্ষ ৯০ হাজার টাকার চেক তুলে দিয়ে ঘোষণা করেছিলেন দু’তিন দিনে বেনিফিশিয়ারিদের হাতে ‘আমার বাড়ি’ প্রকল্পের চেক দেওয়া হবে। পরে কালিয়াচকের কিছু ব্যক্তি এবং দল বেনিফিশিয়ারির তালিকায় অনিয়ম হয়েছে বলে অভিযোগ জানান। তাই তালিকার ২৫০ বেনিফিশিয়ারির টাকা আটকে রাখা হয়েছে। বাকিদের প্রথম পর্যায়ে টাকা বিলি করা শুরু করেছি।” তৃণমূল জেলা সভাপতি রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রও বলেন, “মুখ্যমন্ত্রী আমার বাড়ি প্রকল্পের টাকা দু’তিন দিনেই বিলি করতে বলেছিলেন ঠিকই। কিন্তু বেনিফিশিয়ারির তালিকায় গোলমাল আছে। যে সব বেনিফিশিয়ারি সম্পর্কে গোলমাল, তাদের বাদ দিয়ে বাকিদের টাকা বিলি করা হচ্ছে।” |
|
|
|
|
|