পর্যটনের উদ্যোগ |
|
ছবি: রবিন রাই। |
দার্জিলিঙের পর্যটনের উন্নতিতে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে বলে জানালেন পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন পাহাড়ের ট্যুর অপারেটর এবং স্থানীয় হোটেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করেন তিনি। এদিন দার্জিলিঙের ভানু ভবনে অগম সিংহ গিরি পুরস্কার তুলে দেওয়া হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য। জিটিএ তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে এই পুরস্কার দেওয়া হয়। ৬ বছর বন্ধ থাকার পর এ বছর থেকে ফের চালু হল।
|
ধরলার পাড়ে পর্যটনের উদ্যোগ |
|
তিন দশক ধরে স্বপ্ন দেখে একার চেষ্টায় একটি রিসর্ট গড়ে ফেলেছেন ময়নাগুড়ির দক্ষিণ মৌয়ামারি গ্রামের রণজিৎ রায়। শহর থেকে ৩ কিলোমিটার দূরে বাঁশ বাগান ও ধান খেত ঘেরা গাঁয়ের শেষ প্রান্তে ওই রিসর্ট গত বছর পর্যটকদের জন্য খুলেও দেওয়া হয়েছে। তাঁর এ উদ্যোগ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতি সভাপতি সুভাষ বসু বলেন, “রণজিৎবাবুর রিসর্ট একটা প্রেরণা। শীঘ্রই স্থানীয়দের নিয়ে ধরলার পাড়ে পর্যটন কেন্দ্র গড়ার পরিকল্পনা নেওয়া হবে।” |
|
তথ্য: বিশ্বজ্যোতি ভট্টাচার্য।
ছবি: দীপঙ্কর ঘটক। |
|