রাজ্য প্রশাসনের নতুন সদর নবান্ন ঘুরে দেখল ন্যাশনাল সিকিওরিটি গ্রুপ (এনএসজি)-র একটি স্পেশ্যাল অ্যাকশন স্কোয়াড। শুক্রবার ওই স্কোয়াডের চার অফিসার নবান্নের লিফট, সিঁড়ি, প্রবেশ-প্রস্থানের পরীক্ষা করেন। মুখ্যমন্ত্রী এবং সরকারের অন্য ভিভিআইপি-দের গাড়ি রাখার জায়গাও খুঁটিয়ে দেখেন তাঁরা। রাজ্য স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, মুম্বইয়ে জঙ্গি হানার পর থেকে দেশের সব বড় শহরে গুরুত্বপূর্ণ ভবনে মহড়া দিচ্ছে এনএসজি। যাতে কোনও দুর্ঘটনা ঘটলে তারা দ্রুত উদ্ধারে নামতে পারে। এ দিনের পরিদর্শন তারই অঙ্গ। এক সরকারি কর্তা জানান, শীঘ্রই নবান্নেও মহড়া দেবে এনএসজি।
|
কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। দাপট চলছে উত্তুরে হাওয়ারও। সব মিলিয়ে শীত দক্ষিণবঙ্গে থিতু হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে হাওয়া অফিস। তাদের পূর্বাভাস, আগামী দিন কয়েক দক্ষিণবঙ্গে এমনই পরিস্থিতি বজায় থাকবে। বড়দিন থেকেই ঠান্ডার বড় ইনিংসের ইঙ্গিত মিলেছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
|