ক্ষোভ নয়, তবে খতিয়ান পার্থর
শিল্প দফতরের দায়িত্ব হাতছাড়া হওয়ার পরে প্রকাশ্যে ক্ষোভ জানাননি। শুধু বলেছিলেন, রাজ্যে শিল্পায়নে গতি আনতে তাঁর দিক থেকে চেষ্টার কোনও ত্রুটি ছিল না। তিনি কতটা কাজ করছেন জনগণই তা বিচার করবেন। শুক্রবার বেঙ্গল ন্যাশনাল চেম্বারের শিল্পমেলার মঞ্চ থেকে কার্যত জনগণের উদ্দেশেই নিজের কাজের খতিয়ান তুলে ধরলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আমলে শিল্প ও তথ্যপ্রযুক্তি দফতর কী কী করেছে, দিলেন সেই হিসেবও। এবং এই কাজগুলি করার ক্ষেত্রে অকুণ্ঠ সমর্থন জোগানোর জন্য তিনি পরে ফেসবুকে কৃতজ্ঞতাও জানান শিল্প-বণিক মহলের প্রতি।
আমন্ত্রণ পেয়েছিলেন শিল্পমন্ত্রী হিসেবে। কিন্তু প্রাক্তন তকমা পড়ে যাওয়ার ২৪ ঘণ্টা পর পার্থবাবু এই শিল্পমেলার উদ্বোধন করতে আসবেন কিনা, তা নিয়ে জল্পনা ছিল। এ দিন কিন্তু দেখা গেল নির্ধারিত সময়েই এসে গিয়েছেন তিনি। পরে এ নিয়ে পার্থবাবু বলেন, “এই প্রতিষ্ঠানকে কথা দিয়েছিলাম। বিরোধী দলনেতা হিসেবেও ওঁরা আমাকে বহু সময় ডেকেছেন। এঁদের শিল্প-কর্তারা সবাই মূলত বাংলা থেকে উঠে এসেছেন। ক্ষুদ্র ও মাঝরি শিল্পের ক্ষেত্রে এই শিল্প মেলার গুরুত্ব রয়েছে।”
মেলার মঞ্চে বক্তৃতায় পার্থবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও পরামর্শ মেনেই আমরা রাজ্যের শিল্পায়নে সদর্থক পরিবর্তন আনতে পেরেছি। অনেক সফল উদাহরণও রয়েছে। শিল্পের প্রসারে ৩১ মাসে রাজ্য সরকার বিভিন্ন নীতিগত সংস্কার করেছে।”
২৬তম শিল্পমেলার উদ্বোধনে পার্থ চট্টোপাধ্যায়। ছবি: সুমন বল্লভ।
এর পরই এক-এক করে পরিসংখ্যান তুলে ধরতে শুরু করেন পার্থবাবু। যেমন এ বছর অক্টোবর পর্যন্ত ১১৩টি সংস্থার কাছ থেকে ১,১৫,৭৫৫ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে। রাজ্য শিল্পোন্নয়ন নিগমের বিভিন্ন শিল্প তালুকে ২০টি সংস্থাকে ৬২৭ একর জমি দেওয়া হয়েছে। লগ্নি হবে ৩৬৫৭.৮৪ কোটি টাকা। বিভিন্ন শিল্প তালুকে সাতটি ছোট ও মাঝারি সংস্থাকেও ‘মডিউল’ দেওয়া হয়েছে। তাঁর দাবি, আরও ৫২টি প্রকল্প বিভিন্ন দফতরের ছাড়পত্রের অপেক্ষায় আছে। পার্থবাবু আরও মনে করালেন, জঙ্গলমহলে ৫০০ কোটি টাকা লগ্নি করে কারখানা গড়ছে ওসিএল সিমেন্ট। পুরুলিয়ায় সিমেন্ট কারখানা গড়তে রিলায়্যান্স লগ্নি করছে ৮০০ কোটি টাকা।
পাশাপাশি পার্থবাবুর দাবি, চলতি অর্থ বর্ষের প্রথম আট মাসে শিল্প দফতর ১৩৫ কোটি টাকার আর্থিক সুবিধা অনুমোদন করেছে। তবে এখনও প্রায় ৬৭৬.৬৯ কোটি টাকা বকেয়া রয়েছে। অর্থের সংস্থান হলে যা দেওয়া হবে বলে তাঁর আশা। অন্য দিকে, শিল্প দফতর ২৪টি প্রকল্পের জন্য ১০৫০৫.৬২ একর জমি ঊর্ধ্বসীমা আইনে ছাড় দেওয়ার জন্য সুপারিশ করেছে।
নিজের কাজের কথা জানাতে গিয়ে দেশের শিল্পবৃদ্ধির হারের সঙ্গে রাজ্যের তুলনা টানেন পার্থবাবু। জানান গত বছর দেশে শিল্পবৃদ্ধির হার ছিল ৩.১২%। আর পশ্চিমবঙ্গে তা ছিল ৬.২৪%। রাজ্যে গড় শিল্পোৎপাদনের হার ২০১০-’১১ সালে ছিল ১৪৩। ২০১২-’১৩-তে তা হয় ১৫০.৯। ওই সময় ঊর্ধ্বমুখী ছিল উৎপাদন শিল্পও।
লাভ-লোকসানের অঙ্ক তুলে ধরে তিনি দাবি করেন, রুগ্ণ সংস্থাকে ঘুরে দাঁড় করাতেও বামেদের চেয়ে এগিয়ে এই সরকার। যেমন রাজ্য খনিজ উন্নয়ন নিগম পরপর পাঁচ বছর ক্ষতির মুখ দেখলেও ২০১২-’১৩-তে ৬.৫২ কোটি টাকা মুনাফা করেছে। ম্যাকিনটশ বার্ন-ও ২০১৩-’১৪-তে প্রায় ৫০ শতাংশ বেশি মুনাফার আশা করছে। ঘুরে দাঁড়িয়ে সরস্বতী প্রেসও গত দু’বছরে সরকারকে ১ কোটি ৪১ লক্ষ টকা ডিভিডেন্ড দিয়েছে।
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তাঁর দাবি, ২০১২-’১৩-তে সফটওয়্যার শিল্পে রফতানির অঙ্ক ছুঁয়েছে ১১,২০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী দার্জিলিঙে একটি সফটওয়্যার পার্ক গড়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের। চালু ও নতুন প্রস্তাব মিলিয়ে রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্পে লগ্নির অঙ্ক হবে প্রায় ২২০০ কোটি টাকা।
রাজ্যে ব্যবসার বাধা হিসেবে প্রশাসনিক দীর্ঘসূত্রতার যে অভিযোগ তোলা হয় তা উড়িয়ে দিয়ে পার্থবাবু জানান, ব্যবসা করার পথ সুগম করতে কী কী ব্যবস্থা নিয়েছে শিল্প দফতর। মুখ্যমন্ত্রীর পরামর্শেই যে ওই সব পদক্ষেপ করা হয়েছে তা-ও মনে করান প্রাক্তন শিল্পমন্ত্রী। সঙ্গে উল্লেখ করেন সরকারি ফাইলের গতিবিধি জানার জন্য বিশেষ ‘ট্র্যাকিং’ ব্যবস্থা তৈরি করেছে তথ্যপ্রযুক্তি দফতর।
বক্তৃতার শেষে বাংলার উন্নয়নে পড়শি দেশ-সহ সকলকে অংশীদার হওয়ারও আহ্বান জানিয়ে প্রাক্তন শিল্পমন্ত্রীর দাবি, মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্য সরকার আগ্রহীদের যথাসাধ্য সাহায্য করবে। এবং শিল্প দফতরের কোনও প্রয়োজনে তিনি নিজেও যে সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত, সে কথাও এ দিন ফেসবুকে জানিয়েছেন পার্থবাবু।
মেলার ওই অনুষ্ঠানের শেষে তাঁকে প্রশ্ন করা হয়, শিল্পমন্ত্রী হিসেবে আরও কিছুটা সময় পেলে আরও কাজ করতে পারতেন? জবাবে নিরুত্তর থেকেই মঞ্চ থেকে নেমে যান প্রাক্তন শিল্পমন্ত্রী। সেখান থেকে যান তৃণমূল ভবনে। দলের অতিরিক্ত দায়িত্ব সামলাতে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.