এলাকার মানুষকে সঙ্ঘবদ্ধ করতে এ বছরও ভারত মেলার আয়োজন করলেন রাজীব গাঁধী আন্তর্জাতিক থ্যালাসেমিয়া হাসপাতাল ও রিসার্চ সেন্টারের সদস্যেরা। ২১ ডিসেম্বর থেকে বসিরহাটের বাদুড়িয়ার স্থানীয় দিলীপ হাইস্কুলের মাঠে ওই মেলা শুরু হয়। চলবে ১ জানুয়ারি পর্যন্ত। মোট ১০৮টি স্টল হয়েছে। তার মধ্যে রয়েছে বইয়ের স্টলও। মেলার দিনগুলিতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বহু শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত। অভাবে তাদের বেশির ভাগেরই চিকিৎসার সুযোগ জোটে না। কলকাতার হাসপাতালে গিয়ে রক্ত দেওয়াও অনেকের পক্ষে সম্ভব হয় না। তাই ওই রোগে আক্রান্তদের রক্ত দেওয়া ছাড়াও যাতে তাঁরা স্বল্পমূল্যে চিকিৎসা করাতে পারেন, সে জন্য একটি হাসপাতাল তৈরির লক্ষে বাদুড়িয়ার বিধায়ক কাজি আবদুর গফ্ফরের ছেলে আবদুর রহিম দিলু ২০০১ সালে ভারত মেলার সূচনা করেন। ২০০৬ সালের মে মাসে হাসপাতালের শিলান্যাস করেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জায়সবাল। ২০১২ সালে এক তলা ভবনের ওই হাসপাতাল উদ্বোধন করেন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি। ইতিমধ্যে ওই হাসপাতাল থেকে ৪৭৩ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে বিনামূল্যে রক্ত দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে প্রতি রবিবার ও বুধবার চিকিৎসক বসবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আবদুর রহিম দিলু বলেন, “সবাই যে ভাবে সাহায্য করছেন তাতে আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে উঠবে বলে আসা করছি।” |