রাস্তা তৈরি ও গাছ বসানো নিয়ে তৃণমূলের পক্ষ থেকে সিপিএমের পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি দিতে এসে দু’পক্ষের মারপিটে জখম হলেন ৩ জন। তাঁদের স্থানীয় নাইয়ার হাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। শুক্রবার মন্দিরবাজারের আটনা পঞ্চায়েতের ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পঞ্চায়েতে কয়েকটি গ্রামের রাস্তাঘাট তৈরি ও গাছ বসানো বাবদ খাতায় কলমে কয়েক লক্ষ টাকার হিসেব দেওয়া হলেও বাস্তবে তা হয়নি বলে কয়েক দিন ধরেই সিপিএম প্রধান, সহকারী বাস্তুকারের সঙ্গে তৃণমূলের সদস্যদের গোলমাল চলছিল। তৃণমূলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, শুক্রবার বিষয়টি নিয়ে স্মারকলিপি দেওয়া হবে প্রধানকে। কিন্তু এ দিন বিকেলে পঞ্চায়েত অফিসে ঢোকার সময়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয় বলে অভিযোগ। তৃণমূলের এক সমর্থকের মাথা ফাটে। দুই সিপিএম সমর্থকও জখম হন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পঞ্চায়েতের বিরোধী দলনেতা তৃণমূলের তপন পুরকাইত বলেন, “যে হিসাব দিয়ে বিল পাঠানো হয়েছে, তার তথ্য সঠিক নয়।” পঞ্চায়েত প্রধান সুদেষ্ণা নস্কর এ নিয়ে কোনও কথা বলতে চাননি। সিপিএমের মন্দিরবাজার লোকাল কমিটির সম্পাদর অলক রায়ের দাবি, “কোনও দুর্নীতি হয়নি।” |