টুকরো খবর |
মজুরি না পেয়ে পঞ্চায়েত তালা
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
পশ্চিম মেদিনীপুরের জেলাসদরে যখন একশো দিনের কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করছেন রাজ্যের উচ্চপদস্থ কর্তারা, তখনই জেলার আর এক প্রান্তে এই প্রকল্পে মজুরি না পাওয়ার অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন শ্রমিকেরা। শুক্রবার দুপুরে দাসপুর-২ ব্লকের বেনাই পঞ্চায়েতের ঘটনা। গত বছর ডিসেম্বর মাসে তৃণমূল পরিচালিত দাসপুর-২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৃণমূল পরিচালিত বেনাই পঞ্চায়েতের বেনাই মৌজায় সুকুমার রঙ নামে স্থানীয় এক বাসিন্দার একটি পুকুর খনন হয়েছিল। কাজ শেষ হতে জানা যায়, ওই জমিটি সুকুমারবাবুর নয়, সেচ দফতরের। তা জানাজানি হতে জটিলতার শুরু। এ দিকে, ওই পুকুর খননের জন্য প্রায় তিনশোর বেশি শ্রম দিবস তৈরি হয়েছিল। টাকার পরিমাণ প্রায় আট লক্ষ। মজুরদের সেই টাকা দেওয়া হয়নি এখনও। বেনাই গ্রামের সুনীল পাত্র বলেন, “আমরা এক বছর আগে খেটেছি। এখনও টাকা পাইনি। দিন আনি দিন খাই সংসার। আমাদের কাছে ওই টাকার কী মূল্য, তা সরকারি বাবুরা বুঝতে পারছেন না।” বিডিও-র বক্তব্য, “আশা করছি নতুন বছরের শুরুতেই শ্রমিকেরা সব টাকা পেয়ে যাবেন।”
|
আর্থিক সুরক্ষার দাবিতে এজেন্টদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সারদার মতো আর্থিক সুরক্ষা দেওয়া, আমানতকারীদের টাকা ফেরত-সহ কয়েকটি দাবিতে শুক্রবার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি করলেন অন্য অর্থলগ্নি সংস্থার এজেন্টরা। ‘অল বেঙ্গল ফাইনান্সিয়াল এজেন্ট অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এই কর্মসূচি হয়। পরে অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধিদল অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বাসব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁর হাতে এক স্মারকলিপি তুলে দেয়। এদিন সকালে শহরে মিছিল করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। মিছিল এসে পৌঁছনোর পর জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। অনভিপ্রেত ঘটনা এড়াতে দফতরের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে, সুষ্ঠু ভাবেই কর্মসূচি হয়েছে। বিক্ষোভ কর্মসূচি ঘিরে কোনও গোলমাল হয়নি। মূলত, পাঁচটি দাবি সামনে রেখে এই আন্দোলন। এক, আমানতকারীদের টাকা ফেরত। দুই, এজেন্টদের নিরাপত্তা। তিন, সমস্ত অর্থলগ্নি সংস্থার সম্পত্তির সিবিআই তদন্ত। চার, সেবির আইন সংশোধন, পাঁচ, সারদার ন্যায় অন্য সংস্থাকেও আর্থিক সুরক্ষা দেওয়া।
|
পুলিশের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর বিমলকুমার চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের করলেন পরিজনরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তমলুক শহরের মানিকতলা এলাকায় একটি ভাড়া বাড়িতে ওই পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। বিমলবাবুর বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদার বামনাসাই গ্রামে। তাঁর মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই পরিজনরা তমলুকে আসেন। বিমলবাবুর ছেলে আইআইটির গবেষক ছাত্র সৈকত চক্রবর্তী বলেন, “বাবার সঙ্গে বুধবার ফোনে কথা হয়েছিল। কথায় কোনও অসঙ্গতি বা সন্দেহজনক কিছু মনে হয়নি। পরিবারিক কোনও গোলমাল ছিল না। তা ছাড়া বাবা অত্যন্ত দৃঢ়চেতা মানুষ ছিলেন। আমরা ওঁর আত্মহত্যার কোনও কারণ খুঁজে পাচ্ছি না। তমলুক থানায় খুনের অভিযোগ জানিয়েছি আমরা।” পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশকুমার জৈন বলেন, “পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের হয়েছে। তদন্ত করেছে পুলিশ।”
|
সোনা চুরি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সোনা চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, তামিলনাড়ুর চেন্নাইতে কারিগর হিসেবে কাজ করার সময় তমলুকের কেলোমাল গ্রামের বাসিন্দা নীলকান্ত সিংহ আনুমানিক ৫ লক্ষ টাকার সোনা চুরি করে পালিয়ে বাড়ি আসে। বৃহস্পতিবার রাতে চেন্নাই সিটি থানা ও তমলুক থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নীলকান্তকে নিজের বাড়ি থেকে ধরে। তদন্তে নেমে চেন্নাই সিটি থানার পুলিশ তমলুক আসে। তারপর যৌথ তল্লাশিতে ধার পড়ে নীলকান্ত। পুলিশ জানিয়েছে, ধৃত নীলকান্তকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি নিয়ে চেন্নাই নিয়ে যাওয়া হবে।
|
পিঠেপুলি উত্সব
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
শুরু হল পিঠেপুলি উত্সব। কাঁথি চন্দ্রামনি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন স্টলে সারি-সারি সাজানো রয়েছে পাটিসাপটা, গোকুল পিঠে, মালপোয়া, আসকে পিঠে, সরুচাকলি, ঘটি পিঠে, পাতুরি পিঠে এমনকী দক্ষিণ ভারতের ইডলি পর্যন্ত। বৃহস্পতিবার বিকেলে প্রদীপ জ্বালিয়ে আর ফিতে কেটে পিঠে-পুলি উত্সবের সূচনা করেন কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী। পুরসভার ২০টি ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ২৪টি স্টলে পিঠেপুলির সম্ভার নিয়ে হাজির হয়েছেন। উত্সব চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
|
দোকানে ধস
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
রূপনারায়ণের তীরে দাসপুর-২ ব্লকের রানিচক বাজারের ৩০-৩৫টি দোকানে শুক্রবার সন্ধ্যায় আচমকা ফাটল দেখা দেয়। দোকানগুলি মাটিতে বসে যেতে থাকে। অনেক দোকান নদীতে তলিয়েও যায়। ঘটনায় আতঙ্কিত দোকানদাররা তড়িঘড়ি দোকান থেকে মালপত্র বের করতে শুরু করে। খবর পেয়ে ব্লকের বিডিও অরুপ মণ্ডল-সহ প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে যান।
|
পাট্টা বিলি |
পটাশপুর ২ ব্লকের প্রতাপদিঘিতে পঞ্চায়েত সমিতির সভাঘরে ‘নিজ ভূমি নিজ গৃহ’ প্রকল্পে প্রায় ১ একর ৭৮ ডেসিমেল জমির পাট্টা বিলি হল শুক্রবার। মামুদ হোসেন জানান, জেলা জুড়ে প্রায় ৫০০০ জনকে পাট্টা দেওয়া হয়েছে। পটাশপুর-২ ব্লকে আরও ১১২ জনকে পাট্টা দেওয়ার ব্যবস্থা চলছে। |
|