টুকরো খবর
ফেড কাপের পরেই শিল্ড
ফেডারেশন কাপ শেষ হওয়ার চার দিনের মধ্যেই শুরু হবে চলতি মরসুমের আইএফএ শিল্ড। ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতায় খেলার ব্যাপারে ইতিমধ্যেই মোহনবাগান-ইস্টবেঙ্গল-সহ আই লিগে খেলা কলকাতার চার দল ও শিলংয়ের লাজং এফসি সম্মতি জানিয়েছে। আয়োজক আইএফএ-র সূত্রে খবর, এই পাঁচ দল ছাড়াও গোয়ার ডেম্পো, চার্চিল ব্রাদার্স এবং আই লিগের শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসি-কেও আমন্ত্রণ জানিয়ে সোমবারের মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। যদি এই তিন দলের কোনও দল শিল্ডে খেলতে আগ্রহী না হয় সেক্ষেত্রে একটি বিদেশি দল আনার ব্যাপারেও চিন্তাভাবনা করেছেন আইএফএ কর্তারা। ইংল্যান্ড, মিশর এবং দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা।

চেন্নাই ওপেনে লি-র সঙ্গী হয়তো গ্র্যানোলার্স
সব ঠিকঠাক এগোলে আজ শনিবার দুপুর দুটোয় চেন্নাই ওপেনে ডাবলস টিমগুলি ঘোষণার সময় লিয়েন্ডার পেজের পার্টনার হিসাবে স্পেনের মার্সেল গ্র্যানোলার্সের নাম ঘোষিত হতে পারে। বার্সেলোনার ২৭ বছর বয়সি, দীর্ঘকায় (৬ ফুট ৩ ইঞ্চি) তরুণ এ বার চেন্নাইয়ে সিঙ্গলসে অন্যতম বিদেশি তারকা। গ্র্যানোলার্সের সিঙ্গলস (৩৮) এবং ডাবলস (১২) দুটোতেই বিশ্ব র্যাঙ্কিং বেশ উঁচুর দিকে। গ্র্যান্ড স্ল্যাম ডাবলসে তাঁর সেমিফাইনাল পর্যন্ত খেলার নজির আছে। লিয়েন্ডারের পারিবারিক সূত্র থেকে গ্র্যানোলার্সের নাম সরাসরি স্বীকার করা না হলেও ভারতীয় টেনিস আইকনের এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, স্প্যানিশ তরুণকে নিয়ে চেন্নাই ওপেনে ডাবলস খেতাব জেতার আশায় নামছেন বিশ্বের দশ নম্বর ভারতীয় ডাবলস তারকা।

সফটবলে বাংলার বিদায়
সিনিয়র আন্তঃ রাজ্য সফটবল প্রতিযোগিতার পুরুষ ও মহিলা উভয় বিভাগ থেকেই বিদায় নিল বাংলা। বৃহস্পতিবার বাংলার পুরুষ জম্বু-কাশ্মীরের কাছে ৩-১৬ রানে হেরে যায়। শুক্রবার তারা মহারাষ্ট্রের কাছে ০-১২ রানে হারে। বাংলার মহিলা দল বৃহস্পতিবার পঞ্জাবের কাছে ০-১০ রানে হেরেছিল। শুক্রবার তারা পন্ডিচেরির কাছে ১-১১ রানে হারে।পুরুষ বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছে পঞ্জাব মহারাষ্ট্র চন্ডীগড় ও রাজস্থান। বাংলার এই খারাপ ফল সম্পর্কে দলের দুই কর্তা উত্‌পল রায় ও প্রশান্ত মজুমদার বলেছেন, “ ১৯৯১ সালে থেকে বাংলায় সফটবল খেলা শুরু হয়েছে। কিন্তু ২২ বছর কেটে গেলেও এখনও গোটা রাজ্যে এই খেলার প্রচলন ঘটেনি। কেবল নদিয়া, হুগলি আংশিকভাবে কলকাতায় এই খেলা হয়।” তাঁরা আরও জানান, এই খেলা ব্যয়বহুল। একটি ব্যাটের দামই ১৫ হাজার টাকা। গ্লাভসের দাম ১২ হাজার। ফলে সাধারণ ঘরের ছেলেমেয়েরা এই খেলায় উত্‌সাহ পাচ্ছে না।

পুরনো খবর:
সচিনকে টপকে গেলেন মিসবা
একটা ক্যালেন্ডার বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করার তালিকায় সচিন তেন্ডুলকরকে টপকে এক নম্বরে উঠে এলেন মিসবা উল হক। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে পঞ্চম ওয়ান ডে-তে ৫১ করেন পাক ব্যাটসম্যান। চলতি বছরে তাঁর হাফসেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ২০। ২০০৭-এ সচিনের হাফসেঞ্চুরির সংখ্যা ছিল ১৯।

মারের হার
তিন মাস পর চোট কাটিয়ে কোর্টে ফেরাটা সুখের হল না অ্যান্ডি মারের। বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে স্কট তারকা প্রথম রাউন্ডেই ৭-৫, ৬-৩ হারলেন ফ্রান্সের জো সঙ্গার কাছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০ নম্বর সঙ্গা ম্যাচ জিতে কিছুটা অবাক হয়েই বলেন, “অ্যান্ডির বিরুদ্ধে দু’টো সেট খুব কমই পেয়েছি। এমনকি প্র্যাকটিসেও।”

হ্যামিল্টনের রেকর্ড
ফর্মুলা ওয়ানের ট্র্যাক ছাড়া সুরের ট্র্যাকেও তাঁর দাদাগিরিটা এত দিন জানা ছিল না। সেটাও দেখিয়ে দিলেন লুইস হ্যামিল্টন। মার্সিডিজের চ্যাম্পিয়ন ড্রাইভার উঠতি মার্কিন গায়িকা আনা লু-এর সঙ্গে অ্যালবামে গান গাইলেন। তবে হাসিখুশি ব্রিটিশ ড্রাইভারকে অ্যালবামে ‘‘কেন আরও একবার সম্পর্কটা নিয়ে ভাবলে না?” এমনও লাইন গাইতে শোনা গিয়েছে। যার পর ব্রিটিশ প্রেসে জল্পনা চলছে প্রাক্তন প্রেমিকা নিকোল শারজিঙ্গার-এর উদ্দেশেই হয়তো লাইনগুলো। চলতি বছরেই গোড়ার দিকে দীর্ঘদিনের প্রেমিকা নিকোলের সঙ্গে সম্পর্ক ভাঙে হ্যামিল্টনের।

বেলের প্রশংসা
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টিমে না থাকলে গ্যারেথ বেলকে আরও ভয়ঙ্কর লাগে। এমনটাই মত বেলের আগের ক্লাব টটেনহ্যামের প্রাক্তন কোচ আন্দ্রে ভিয়াস বোয়াস-এর। সপ্তাহ দু’য়েক আগেই ইংরেজ ক্লাবের কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া বোয়াস বলেছেন, “ক্রিশ্চিয়ানো মাঠে না নামলে বেল আরও ভাল খেলে। অতিরিক্ত দায়িত্ব নেওয়ার ব্যাপারটা থাকে।” তবে সঙ্গে বোয়াসের প্রশ্ন, “এখনই বেল বিশ্বমানের ফুটবলার। কিন্তু প্রশ্ন হল বিশ্বের সেরা ফুটবলারের সঙ্গে খেলার পাশাপাশি এই ফর্ম কি দেখিয়ে যেতে পারবে বেল?”

জাতীয় জুনিয়র কবাডি
বেঙ্গালুরুতে জাতীয় জুনিয়র কবাডিতে বাংলার মেয়েরা দুরন্ত ফর্মে। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে বিহার, রাজস্থান আর জম্মু ও কাশ্মীরকে হারায় তারা। বাংলার ছেলেরাও প্রি-কোয়ার্টারে। ত্রিপুরাকে সহজে হারালেও কেরলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়ে ১৬-১৫ জেতে বাংলার ছেলেরা।

অন্য খেলা
গোসাবায় সারা বাংলা শিশু সংস্থার কেন্দ্রীয় শারীর শিক্ষণ শিবির শুরু হয়েছে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। অংশ নিচ্ছে ৮০০ জন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.