“আমি অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করছি যে, স্তেফান এডবার্গ সামনের মাসে মেলবোর্নে
অস্ট্রেলীয় ওপেন থেকে
আমার কোচিং দলে যোগ দিচ্ছেন। আমার গত সাত বছরের অন্যতম
কোচ
সেভেরিন লুতি-র সঙ্গে মিলে কাজ
করবেন এডবার্গ। কমপক্ষে দশ সপ্তাহ এডবার্গ
আমাকে
কোচিং
দিতে
রাজি হয়েছেন। এডবার্গ আমার
ছোটবেলার নায়ক। তাঁর থেকে
শিখতে আমি মুখিয়ে থাকলাম।” —রজার ফেডেরার |
“রজারের কোচিং টিমের সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। আশা করি আমি আর রজার মিলে
ওর ভেতর থেকে সেরা টেনিসটা বের করে আনতে পারব।” — স্তেফান এডবার্গ |
এডবার্গ বনাম লেন্ডল
১৯৮৪-’৯২, আট বছরে দু’জনের
২৭-বারের
লড়াইয়ে এডবার্গ ১৪-১৩ ম্যাচে
এগিয়ে। গ্র্যান্ড স্ল্যামে
দু’জন ন’বার মুখোমুখি
হয়েছেন। সেখানেও পরিসংখ্যানে
স্তেফান এডবার্গ এগিয়ে রয়েছেন ৫-৪। |
এডবার্গ বনাম বেকার
১৯৮৪-৯৬, দু’জনের ৩৫টি সাক্ষাতে
বেকার
২৫-১০ ম্যাচে এগিয়ে। ডেভিস কাপেও
দু’জনের
তিন বার সাক্ষাতে প্রতিবারই জিতেছেন
বেকার। তবে
গ্র্যান্ড স্ল্যামে দু’জনের চার বারের
লড়াইয়ে এডবার্গ এগিয়ে ৩-১। |
|