ফেডেরার-এডবার্গ জোট হয়তো বাণিজ্যিক চমক
তুন বছরে টেনিসের পেশাদার ট্যুরে দর্শক কোর্টের দিকে, না গ্যালারিতে প্লেয়ার্স বক্সের দিকে বেশি তাকাবে বুঝে উঠতে পারছি না! টিভি ক্যামেরাগুলোও হয়তো গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল-ফাইনাল ম্যাচগুলোয় এক মিনিটের সার্ভিস টাইমআউটের সময়গুলো মারে-জকোভিচ-ফেডেরার ছেড়ে বেশি করে ওদের কোচেদের দিকে জুম করবে! অ্যান্ডি মারে বছর দেড়েক আগে পথ দেখিয়ে রেজাল্ট পেয়েছে। মানে, কিংবদন্তি প্রাক্তন টেনিস প্লেয়ার ইভান লেন্ডলকে কোচ রাখার ব্যাপারটা বলছি। তার পর এই সে দিন নোভাক জকোভিচ কোচ হিসেবে আনল বরিস বেকারকে।
তার দিনকয়েকের মধ্যেই শুক্রবার রাতে আরেক চমক— স্তেফান এডবার্গকে নিজের কোচিং টিমে ঢুকিয়ে নিল রজার ফেডেরার!
এই তিনের সঙ্গে যোগ করুন, ২০১৪-এ গোরান ইভানিসেভিচকে মারিন চিলিচের কোচ হিসেবে দেখা। কিংবা মাইকেল চ্যাং-কে নিশিকোরির কোচ দেখা। বা সের্গেই ব্রুগুয়েরার রিচার্ড গাস্কের কোচ হওয়া। এরা লেন্ডল-বেকার-এডবার্গদের মতো কিংবদন্তি না হতে পারে, কিন্তু প্রত্যেকেই গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন।

নতুন জুটি: রজার-স্তেফান।
তবে ফেডেরার-এডবার্গ জোটটাকে আমার মনে হচ্ছে মার্কেটিং গিমিক। ফেডেরারের স্পনসররা দেখছে, জকোভিচ, মারে—কেউ লেন্ডলকে কোচ করে আনছে তো কেউ বেকারকে। কোর্টের ভেতরের মতো কোর্টের বাইরেও অনেকটা বাড়তি প্রচার নিয়ে যাবে ওরা। ফেডেরারের একেই পড়তি ফর্ম। নামতে নামতে বিশ্ব র‌্যাঙ্কিং আটে। ২০১৩-এ একটার বেশি (সেটাও মামুলি) ট্রফি জেতেনি। অথচ এ বার বছরভর পেশাদার ট্যুরে নামার পরিকল্পনা করে বসে আছে। সেক্ষেত্রে ফেডেরারের কোর্টের ভেতরে ভাল সময় যদি আর না আসে, অন্তত কোর্টের বাইরে ওর পিছনে মিডিয়ার ছোটার একটা কারণ না হয় থাকুক। হয়তো সে জন্যই এডবার্গের যোগদান ফেডেরারে কোচিং টিমে।
নতুন বছরে ফেডেরারের স্ত্রী মির্কার তৃতীয় সন্তান হবে। তার মানে ফেডেরারের আরও বেশি পারিবারিক ব্যস্ততায় জড়ানোর সম্ভাবনা। বয়সও বত্রিশ হয়ে গিয়েছে। এই বয়সে একজন পড়তি ফর্মের মহাতারকাকেও এডবার্গের পক্ষে নতুন কিছু শেখানো বা সাহায্য করা আমার মতে কঠিন। তা ছাড়া ফেডেরারের ব্যাপারটা জকোভিচ বা মারের মতো নয়। ও কমপ্লিট টেনিস প্লেয়ার। সব শট হাতে আছে। নেটের সামনেও খুব ভাল। তা হলে ফেডেরারের খেলার আর কোন দিকে সাহায্যে লাগবে এডবার্গ?
তবে এডবার্গের সেকেন্ড সার্ভ টেনিসের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা। প্রথম সার্ভিসের থেকে দ্বিতীয়টা আলাদা করা যেত না। অসাধারণ টপস্পিন সার্ভিস করত। ফেডেরার সেখানে ফ্ল্যাট সার্ভার। একমাত্র এই জায়গাটায় এডবার্গ কাজে লাগতে পারে ফেডেরারের। তবে সেখানেও সমস্যা আছে। ফ্ল্যাট সার্ভিস পাল্টে টপস্পিন সার্ভিস করতে গেলে ফেডেরারকে গ্রিপ পাল্টাতে হবে। এই বয়সে সেটা করা ওর মতো কিংবদন্তি প্লেয়ারের কাছেও ভীষণ কঠিন কাজ। গোঁয়ার্তুমি করে গ্রিপ পাল্টাতে গেলে ওর গোটা খেলার ওপরই খারাপ প্রভাব পড়বে।
এর পর কি নাদালের পালা? সেলিব্রিটি কোচ বাছার? আমি বলব, তার সম্ভাবনা খুবই কম। ওর কাকা টনি নাদাল বরাবরের কোচ। পারিবারিক সম্পর্ক। সেখানে সেলিব্রিটি বা মার্কেটিং—দুয়েরই নাক গলানো বেশ কঠিন।
“আমি অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করছি যে, স্তেফান এডবার্গ সামনের মাসে মেলবোর্নে
অস্ট্রেলীয় ওপেন থেকে আমার কোচিং দলে যোগ দিচ্ছেন। আমার গত সাত বছরের অন্যতম
কোচ সেভেরিন লুতি-র সঙ্গে মিলে কাজ করবেন এডবার্গ। কমপক্ষে দশ সপ্তাহ এডবার্গ
আমাকে কোচিং দিতে রাজি হয়েছেন। এডবার্গ আমার ছোটবেলার নায়ক। তাঁর থেকে
শিখতে আমি মুখিয়ে থাকলাম।” —
“রজারের কোচিং টিমের সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। আশা করি আমি আর রজার মিলে
ওর ভেতর থেকে সেরা টেনিসটা বের করে আনতে পারব।” —
বনাম
১৯৮৪-’৯২, আট বছরে দু’জনের
২৭-বারের লড়াইয়ে এডবার্গ ১৪-১৩ ম্যাচে
এগিয়ে। গ্র্যান্ড স্ল্যামে দু’জন ন’বার মুখোমুখি
হয়েছেন। সেখানেও পরিসংখ্যানে
স্তেফান এডবার্গ এগিয়ে রয়েছেন ৫-৪।
বনাম
১৯৮৪-৯৬, দু’জনের ৩৫টি সাক্ষাতে
বেকার ২৫-১০ ম্যাচে এগিয়ে। ডেভিস কাপেও
দু’জনের তিন বার সাক্ষাতে প্রতিবারই জিতেছেন
বেকার। তবে গ্র্যান্ড স্ল্যামে দু’জনের চার বারের
লড়াইয়ে এডবার্গ এগিয়ে ৩-১।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.