প্রিন্স আনোয়ার শাহ রোডের বিভিন্ন জায়গায় গর্ত থাকায় পুরসভা এই রাস্তাটি ম্যাস্টিক করার সিদ্ধান্ত নিয়েছে। রাস্তা ম্যাস্টিক করলে তা দীর্ঘস্থায়ী হয়, এমনটাই পুরকর্তৃপক্ষের দাবি। শুরু হয়েছে সংস্কারের কাজ। গুরুত্বপূর্ণ এই রাস্তাটিতে খানাখন্দ থাকায় নিত্যযাত্রী এবং আরোহীদের অসুবিধা হত। মাঝে মাঝে পুরসভা রাস্তা সারালেও স্থায়ী কোনও সুরাহা হয়নি।
পুরসভার মেয়র পারিষদ (সড়ক) সুশান্তকুমার ঘোষ বলেন,“এই রাস্তার অবস্থা মাঝেমধ্যেই খারাপ হওয়ায় অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে। সেই কারণেই এই রাস্তা ম্যাস্টিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” প্রিন্স আনোয়ার শাহ কানেক্টর তৈরির পরে টালিগঞ্জের মুখ থেকে শুরু করে যোধপুর পার্কের মুখ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটির গুরুত্ব আরও বেড়েছে। এই রাস্তা দিয়ে আনোয়ার শাহ কানেক্টরে পড়ে সরাসরি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে যাওয়া যায়। এ ছাড়াও এই রাস্তা উপরে রয়েছে শপিং মল এবং কাছেই রয়েছে হাসপাতাল।
কলকাতা পুরসভার সড়ক দফতর সূত্রের খবর, প্রায় দেড় কোটি টাকা খরচ করে এই রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। কিন্তু আনোয়ার শাহ রোড কানেক্টরের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও পরিকল্পনা করা সম্ভব হয়নি। কারণ সম্প্রতি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কলকাতা পুরভাকে এই রাস্তাটি হস্তান্তর করেছে। এই রাস্তার জন্য বাজেট বরাদ্দ করে ম্যাস্টিক করতে কিছু সময় লাগবে বলেও আধিকারিকেরা জানান। এই রাস্তা ছাড়াও দক্ষিণের বেলতলা রোড, সার্কুলার গার্ডেনরিচ রোডের যে অংশ পুরসভার অন্তর্গত সেখানেও পুরসভা ম্যাস্টিকের কাজ করবে। |
প্রিন্স আনোয়ার শাহ রোডের কাজ কবে শেষ হবে তা নিয়ে তৈরি হয়েছে সমস্যা। রাস্তার দু’ধারে একই সঙ্গে কাজ শুরু করা যাচ্ছে না।
সে ক্ষেত্রে এই রাস্তায় যান চলাচল পুরোপুরি ভেঙে পড়বে। তাই রাস্তার এক দিকের কাজ শেষ হলে অন্য দিকের কাজ শুরু করা হবে। অন্য দিকে, নববর্ষের উৎসবের জন্য এই রাস্তায় খুব ভিড় হয়। এই সময়ে এই রাস্তার কাজ করলে প্রচণ্ড যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। এর পরেই এখানে পুরোদমে কাজ হবে বলে পুরসভার আশ্বাস।
অন্য দিকে, শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন দফতরের রাস্তা রয়েছে। নিয়মানুযায়ী, যে সংশ্লিষ্ট দফতর নির্দিষ্ট রাস্তার মালিক সেই সংশ্লিষ্ট দফতরকেই এই রাস্তা দেখাশোনা করতে হয়। অনেক সময় সেগুলির রক্ষণাবেক্ষণ নিয়েও সমস্যা হয়। সম্প্রতি, কেএমডিএ কলকাতা পুরসভাকে রাসবিহারী কানেক্টর এবং প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর রক্ষণাবেক্ষণের জন্য হস্তান্তর করে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
|