প্ররোচনায় মৃত্যুর অভিযোগে ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ব্যবসায়ীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার হলেন দু’জন। পুলিশ জানায়, ধৃত শেখ স্বপন দুবরাজদিঘির কেন্দুল পুকুর ও শেখ আলো রেলপার ট্রাফিক কলোনির বাসিন্দা। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত ইফতিকার আহমেদ ওরফে পাপ্পুকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ক্ষুদ্র ব্যবসায়ী শেখ সাজেদের পরিবারের লোকজন অভিযোগ করেছিলেন, বর্ধমান রেল ওভারব্রিজের কাছে তাঁদের চায়ের দোকান জোর করে বন্ধ করে দু’লক্ষ টাকা দাবি করেন স্থানীয় তৃণমূল নেতা পাপ্পু ও তাঁর অনুগামীরা। সাজেদ তারই জেরে আত্মঘাতী হন বলে পরিবারের দাবি। কিন্তু তাঁদের অভিযোগ, পুলিশ কোনও অভিযোগ নিতে চায়নি। এমনকী, আদালত তদন্তের নির্দেশ দিলেও পুলিশ উদাসীন ছিল। শেষে পরিবারটি পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জার দ্বারস্থ হলে তিনি তদন্তের নির্দেশ দেন। শুক্রবার সকালে দু’জনকে গ্রেফতার করে আদালতে তোলা হলে দশ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। বর্ধমানের আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় বলেন, “পাপ্পু ও তাঁর এক সঙ্গীর খোঁজ চলছে।” |
প্রয়াত সিপিএম নেতা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রয়াত হলেন প্রবীন সিপিএম নেতা ক্ষুদিরাম মাজি। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৯৮ বছর। তাঁর বাড়ি গলসির বেলগ্রামে। নেতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বার্ধক্য জনিত রোগেই মৃত্যু হয়েছে তাঁর। পেশায় শিক্ষক ক্ষুদিরামবাবু ছয়ের দশকে জমি, খাজনা মকুব, ক্যানেল কর বিরোধী আন্দোলন ইত্যাদিতে যুক্ত ছিলেন। শুক্রবার সিপিএমের জেলা দফতরে তাঁর মরদেহ আনা হলে মালা দেন সিপিএমের জেলা সম্পাদকমন্ডলী ও জেলা কমিটির সদস্যেরা। |