উন্নতমানের রেফারি তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল কালনা মহকুমা রেফারি অ্যাসোসিয়েশন। শুক্রবার বিকেল থেকে অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে তিন দিনের এই শিবির শুরু হয়েছে। যোগ দিয়েছেন ৩০ জন শিক্ষার্থী। উদ্বোধন করেন প্রাক্তন ফিফা রেফারি তথা কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক উদয়ন হালদার।
শিক্ষার্থীদের এ দিন একটি ক্লাস নেন উদয়নবাবু। সেখানে খেলা চলাকালীন কী ভাবে নানা পরিস্থিতি সামাল দিতে হয়, সে ব্যাপারে পরামর্শ দেন তিনি। |
অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে চলছে প্রশিক্ষণ। —নিজস্ব চিত্র। |
শনিবার থেকে শিবিরে যোগ দেবেন আইএফএ অনুমোদিত রেফারি দেবাশিস মিশ্র। এ ছাড়া তিন দিনের শিবিরে থাকছেন নানা রাজ্যে রেফারিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন, কালনা শহরের এক সময়ের বাসিন্দা হরিসাধন ঘোষ। উদয়নবাবু জানান, এ বার রাজ্যের দশ জন রেফারি আই-লিগ খেলাচ্ছেন। এই প্রতিযোগিতায় এ বার এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলিয়েছেন আগরপাড়ার প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া মহিলা রেফারি কনিকা বর্মণ, দেবযানী অধিকারীদের নিয়েও তাঁরা আশাবাদী বলে জানান উদয়নবাবু। তিনি আরও জানান, উত্তর ২৪ পরগনার পরে বর্ধমান থেকে বেশ কিছু প্রতিশ্রুতিমান রেফারি উঠে আসছেন। নদিয়া, মালদহের কয়েক জনের মধ্যেও ভাল সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম, মুর্শিদাবাদ থেকে তেমন কোনও প্রতিভার সন্ধান মিলছে না বলে দাবি তাঁর। মহকুমা রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি তপন দেবনাথের বক্তব্য, “কালনার কয়েক জন কলকাতার নানা ডিভিশনে সুনামের সঙ্গে রেফারিং করছেন। ভবিষ্যতে রেফারির সংখ্যা বাড়ানো ও প্রতিভা তুলে আনতেই এই শিবির।” |