নিয়োগ চেয়ে বিক্ষোভ চিত্তরঞ্জনে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ডিপ্লোমা পাস ছাত্রদের চাকরি ও অ্যাপ্রেন্টিস নিয়োগ চালু করার দাবিতে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় পাঁচ দিনের অনশন পালন শুরু করেছে আইএনটিইউসি। সংগঠনের কারখানা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত দাস অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই ডিপ্লোমা পাস করা ছাত্রদের এই কারখানায় নিয়োগ করা হচ্ছে না। অ্যাপ্রেন্টিস নিয়োগও হচ্ছে না। ফলে, চাকরি পাচ্ছেন না বেকার যুবকেরা। কারখানা কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে বারবার আবেদন করেও কোনও ফল মেলেনি বলে অভিযোগ। রঞ্জিতবাবু আরও অভিযোগ করেন, কারিগরি শিক্ষা থাকা শ্রমিক-কর্মীর অভাবে কারখানা ধুঁকতে শুরু করেছে। উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য বেসরকারি সংস্থাকে দিয়ে উৎপাদন চালুর চেষ্টা হচ্ছে। এরই প্রতিবাদে অনশন শুরু করা হয়েছে বলে জানান তিনি। বুধবার অনশন মঞ্চের এক সদস্য অসুস্থ হন। আইএনটিইউসির অভিযোগ, তাঁরা দেখা করতে চাইলেও আগ্রহ দেখাননি কারখানা কর্তৃপক্ষ। কারখানার জনসংযোগ আধিকারিক মন্তার সিংহ জানান, এই দাবি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তের ক্ষমতা রয়েছে শুধু রেল বোর্ডের হাতে। তা অনশনকারীদের জানানো হয়েছে বলেও তিনি জানান। |
খুনে জড়িতদের ধরার দাবি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ব্যবসায়ী কানু গড়াই খুনের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়ে শুক্রবার আসানসোল দক্ষিণ থানায় অবস্থান করল কংগ্রেসের আসানসোল মহকুমা কমিটি। এ দিন সকাল ১১টা থেকে দলের শতাধিক কর্মী সদস্য থানার সামনে জড়ো হয়ে অবস্থান শুরু করেন। অবস্থান চলে প্রায় দু’ঘণ্টা। পরে দক্ষিণ থানার পুলিশের হাতে একটি স্মারকলিপি দেওয়া হয়। দ্রুত আততায়ীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দেওয়া হয় পুলিশের তরফে। |
দুর্ঘটনায় মৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মোটরবাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হল আরোহীর। শুক্রবার দুর্গাপুরের তামলা ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। মৃতের নাম অভিজিৎ মুন্সি (৪১)। বাড়ি দুর্গাপুরের বি-জোন এলাকায়। পুলিশ জানায়, এ দিন দুপুর ১২টা নাগাদ অভিজিৎবাবু মোটরবাইকে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ তাঁর মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে যায়। উল্টে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। |
স্কুলে নতুন ভবন
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
স্কুলের নতুন ভবনের উদ্বোধন করলেন জেলাশাসক সৌমিত্র মোহন। শুক্রবার জেকে নগর উচ্চবিদ্যালয়ের ওই অনুষ্ঠানে ছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এবং আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্রনাথ তিওয়ারি। স্কুল পরিচালন সমিতির সম্পাদক অভয় উপাধ্যায় জানান, সর্বশিক্ষা অভিযান তহবিল থেকে পাওয়া ৩৬ লক্ষ টাকায় ৯টি নতুন কক্ষ নির্মিত হল। |
ডিএসপি-তে জোর করে গেট পাস কেড়ে নেওয়া, কাজ থেকে সরিয়ে দেওয়া-সহ নানা অভিযোগে শুক্রবার দুপুরে দুর্গাপুরে আইন অমান্য আন্দোলনের কর্মসূচি নিয়েছিল আইএনটিটিইউসি প্রভাবিত দুর্গাপুর ইস্পাত ঠিকা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। কিন্তু সংগঠনের সাধারণ সম্পাদক নীরোদবরণ বিশ্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আইন অমান্য কর্মসূচি বাতিল হয়ে যায়। তবে এ দিন সিটি সেন্টার বাসস্ট্যান্ডে একটি সমাবেশ হয়। সংগঠনের তরফে অভিযোগ, ডিএসপি-র আশপাশে সমাজবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে। তারা জোর করে বহু ঠিকা শ্রমিকের গেট পাস কেড়ে নিয়েছে। ফলে কাজ হারাতে হয়েছে ঠিকা শ্রমিকদের। অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। সমাবেশ শেষে সংগঠনের তরফে একটি মহকুমাশাসকের অফিসে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। |
ঠিকা শ্রমিকের মৃত্যু ডিপিএলে |
ডিপিএলের ভিতর কর্মরত অবস্থায় মৃত্যু হল এক ঠিকাদার সংস্থার ঠিকাকর্মীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিনোদ মোদী (৩৫)। বাড়ি রানিগঞ্জে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ কাজ করতে করতে তিনি প্রায় ২০ ফুট উপর থেকে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। |
সিপিআইএমএল (লিবারেশন)-এর রাজ্য কমিটির দু’দিনের সভা শেষ হল শুক্রবার। আসানসোলে এই সভায় ছিলেন দলের শীর্ষ নেতা দীপঙ্কর ভট্টাচার্য। আগামী লোকসভা ভোটে বেশ কিছু আসনে প্রার্থী দেওয়ার ভাবনা রয়েছে বলে নেতারা জানান। |
সরকার নির্ধারিত দৈনিক ৪৬৫ টাকা মজুরি-সহ নানা দাবিতে অন্ডালে ময়রা কোলিয়ারি কার্যালয়ের সামনে সিটু অনুমোদিত কেটিএমএসের নেতৃত্বে শুক্রবার সারা দিন ধর্নায় বসেন দু’শো ঠিকা কর্মী। কর্তৃপক্ষ বিবেচনার আশ্বাস দেন। |