সঙ্কট কাটেনি মধ্যমগ্রামের ধর্ষিতার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মধ্যমগ্রামের গণধর্ষিতা কিশোরীর অবস্থা এখনও আশঙ্কাজনক। আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রোগিণীর খাদ্যনালী ও ভোকাল কর্ড পুড়ে যাওয়ায় খুবই সঙ্কটজনক অবস্থায় রয়েছে সে। আপাতত তাকে পেয়িং বেডে রাখা হয়েছে। মেয়েটি মাঝেমধ্যে স্যালাইন ও অক্সিজেন নল খুলে ফেলছে বলে চিকিৎসকেরা জানান। হাসপাতালের তরফে নিখরচায় তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে। আজ, শুক্রবার তাকে দেখতে আসবেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। বৃহস্পতিবার মেয়েটিকে এসএসকেএমের বার্ন ইউনিটে স্থানান্তরিত করতে চান তার পরিজনেরা। তাঁদের অভিযোগ, আরজিকর ওই কিশোরীকে ছাড়েনি। এমনকী অভিযোগ, তাকে ‘রিস্ক বন্ড’-এ ছাড়িয়ে নিতে চাইলে চিকিৎসকেরা ওই কিশোরীর চিকিৎসার কাগজপত্র দিতে চাননি। মেয়েটির এক আত্মীয় বলেন, “এসএসকেএমে বার্ন ইউনিট রয়েছে। তাই সেখানেই ওর চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু আরজিকর থেকে ওকে ছাড়া হচ্ছে না। এ ব্যাপারে আরজিকরের ফাঁড়িতে অভিযোগ জানিয়েছি আমরা।” হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানান, এমন সঙ্কটজনক অবস্থার রোগিণীকে ছাড়ার কোনও প্রশ্ন উঠছে না। আত্মীয়স্বজন ছাড়াও বিভিন্ন তরফ থেকে বিভিন্ন ধরনের আবেদন আসছে। এই মুহূর্তে রোগীর চিকিৎসাতেই মনোসংযোগ করা হচ্ছে।
পুরনো খবর: টালবাহানা কেন, পুলিশকে তোপ মধ্যমগ্রামের ধর্ষিতার |
পথ দুর্ঘটনায় মৃত ৪
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
দুটি মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। তিন জনকে ভর্তি করা হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার বাগজোলা খালের কাছে কামারগাঁথি-হাড়োয়া রোডে। পুলিশ জানায়, ঘটনাস্থলেই মারা যান কামারগাঁথি গ্রামের বাসিন্দা সিদ্ধার্থ সর্দার (৩৫)। বাকি চার জনকে চিত্তরঞ্জনে ভর্তি করা হলে গভীর রাতে সেখানে মারা যান রাম মণ্ডল (২৫)। কুলটি লঞ্চ গেট থেকে এক সঙ্গে চড়ুইভাতি সেরে দুটি বাইকে ফিরছিলেন সকলে। অন্য দিকে, বুধবার সন্ধ্যায় বসিরহাটের খোলাপোতায় একটি ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হয় সুনীল মণ্ডল নামে এক সাইকেল আরোহীর। ওই দিনই রাত ৯টা নাগাদ দেগঙ্গার বেড়াচাঁপায় লরির ধাক্কায় মৃত্যু হয় সইফুল করিম দপ্তরি (৩১) নামে এক মোটর বাইক আরোহীর। লরি চালককে গ্রেফতারের দাবিতে এক ঘণ্টা টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সব ক’টি দেহই ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। |