পাচারের অভিযোগে ধৃত কিশোরীর দিদি ও কাকা |
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
কিশোরীকে পাচারের অভিযোগে তারই খুড়তুতো দিদি এবং কাকাকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার সাতবেড়িয়া থেকে এদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ইসমাইল মণ্ডল ও সাবিরা মণ্ডল। বাড়ি ওই এলাকাতেই। পাচার হয়ে যাওয়া গোপালনগরের ওই কিশোরীকে গত ৫ ডিসেম্বর বাড়িতে ফিরিয়ে দেয় পেশায় গাড়িচালক হলদিয়ার ডিঘাসিপুর গ্রামের এক যুবক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে স্কুলে পরীক্ষা দিতে না যাওয়ায় অষ্টম শ্রেণির ওই কিশোরীকে বকাবকি করেন তার বাবা। অভিমানে ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে সাতবেড়িয়া স্টেশনে চলে যায়। অভিযোগ, সেখান থেকে ওই কিশোরীকে তার খুড়তুতো দিদি ভুলিয়ে হলদিয়ার একটি লজে নিয়ে গিয়ে তোলে। সেখানে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দেহ ব্যবসায় নামানো হয়। প্রতিবাদ করলে ওই কিশোরীকে রড দিয়ে মারধর, খেতে না দেওয়া এবং খুনের হুমকি দেওয়া হয় হলে অভিযোগ। তারপর থেকে ওই কিশোরী সেখানেই ছিল। মাস ছয়েক আগে হলদিয়ার ডিঘাসিপুর গ্রামের ওই যুবকের সঙ্গে আলাপ হয় ওই কিশোরীর। তার প্রতি সহৃদয় হয়ে কিশোরীকে লজ থেকে পালাতে সাহায্য করে সে। এরপর গত ২৪ নভেম্বর সে ওই কিশোরীকে সাতবেড়িয়াতে ফিরিয়ে আনে। কিশোরীর অভিযোগের ভিত্তিতে তার বাবা কিশোরীর খুড়তুতো দিদি-সহ তিন আত্মীয় এবং এক দালালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিল কিশোরীর খুড়তুতো দিদি ও তার পরিবার। এ দিন গোপনে গ্রামে ফেরার খবর পেয়ে কিশোরীর সেই দিদি এবং তার বাবাকে গ্রেফতার করে পুলিশ। |