বাদ পড়ার দিনই বোর্ডের স্বীকৃতি
২৬ ডিসেম্বর
দু’হাজার এগারোর নভেম্বরে টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশের দু’বছর পূর্তির মাথায় ভারতের প্রথম এগারো থেকে বাদ পড়ার যন্ত্রণা পেলেন রবিচন্দ্রন অশ্বিন। এর মধ্যে তামিলনাড়ু অফস্পিনার টানা ১৯টি টেস্ট খেলেছেন শুধুই নয়, ভারতের হয়ে সবচেয়ে কম টেস্টে (১৮) একশো উইকেট পাওয়ার রেকর্ডও করেছেন। তাঁকেই বৃহস্পতিবার ডারবানে ড্রেসিংরুমে রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে নামল ধোনির ভারত। আর কাকতালীয় ভাবে সে দিনই মোটামুটি তার আশপাশ সময়েই নয়াদিল্লিতে ভারতীয় বোর্ড এ মরসুমের আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ভারতীয় ক্রিকেটারের পুরস্কারপ্রাপক হিসাবে অশ্বিনের নাম ঘোষণা করল। বিসিসিআইয়ের বর্ষসেরা ট্রফিগুলোর মধ্যে সেরা পলি উমড়িগর ট্রফি আর পাঁচ লাখ টাকার চেক পাচ্ছেন অশ্বিন।
১ অক্টোবর, ২০১২ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০১৩-র আম্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে অশ্বিন ৮ টেস্টে ৪৩ উইকেট পেয়েছেন। এর মধ্যে চারবার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট, একবার ম্যাচে দশ বা তার বেশি উইকেট। এ ছাড়া ১৮ ওয়ান ডে ম্যাচে ২৪ উইকেট এবং চারটি টি-টোয়েন্টি-তে তিন উইকেট পেয়েছেন। ২০০৬-’০৭ মরসুম থেকে পলি উমড়িগর ট্রফি চালু হওয়ার পর বিসিসিআইয়ের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন যথাক্রমে সচিন, সহবাগ, গম্ভীর, দ্রাবিড় ও কোহলি।
গত মরসুমে বাংলার লক্ষ্মীরতন শুক্ল যে ট্রফি পেয়েছিলেন সেই সেরা ভারতীয় অলরাউন্ডারের জন্য লালা অমরনাথ ট্রফি এ বার পেলেন মুম্বইয়ের তরুণ ক্রিকেটার অভিষেক নায়ার। ২০১২-১৩ রঞ্জি মরসুমে ১১ ম্যাচে তাঁর সংগ্রহ ৯৬৬ রান (গড় ৯৬.৬) ও ১৯ উইকেট (গড় ২২.৪)। ট্রফি ছাড়াও নায়ার পাচ্ছেন আড়াই লাখ টাকা। বর্ষসেরা পুরস্কারগুলির পাশে বোর্ড বিশেষ সম্মান দিচ্ছে তিন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটারকে। আশি বছর বয়সি বাঁ-হাতি স্পিনার বাপু নাদকার্নি, উইকেটকিপার ফারুখ ইঞ্জিনিয়ার ছাড়া মরণোত্তর পুরস্কার দেওয়া হচ্ছে একনাথ সোলকারকে। একটি স্মারক ও পনেরো লাখ টাকা। এ ছাড়া ঘরের মাঠে সদ্যসমাপ্ত আন্তর্জাতিক সিরিজে পারফরম্যান্সের জন্য দিলীপ সরদেশাই ট্রফি ও পাঁচ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে ডাবল সেঞ্চুরি করা ছাড়া রোহিত টেস্টে আবির্ভাবেই (বনাম ওয়েস্ট ইন্ডিজ) পরপর দু’ম্যাচে সেঞ্চুরি করেন।
বিসিসিআইয়ের ট্রফি জয়ীরা
সেরা ক্রিকেটার
রবিচন্দ্রন অশ্বিন
সেরা অলরাউন্ডার
অভিষেক নায়ার
রঞ্জিতে সর্বাধিক রান
জীবনজ্যোৎ সিংহ (পঞ্জাব, ১০ ম্যাচে ৯৯৫ রান)
সর্বাধিক উইকেট
ঈশ্বর পাণ্ডে (মধ্যপ্রদেশ, ৮ ম্যাচে ৪৮ উইকেট)
সেরা আম্পায়ার
সি শামসুদ্দিন
সেরা অনূর্ধ্ব-২৫ ক্রিকেটার
কর্ণ সিংহ
সেরা অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার
অক্ষর পটেল
সেরা অনূর্ধ্ব-১৬ ক্রিকেটার
আরমান জাফর
সেরা মেয়ে ক্রিকেটার
এম ডি তিরাসকামিনি

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.