কাজের কাজ কম, সামাজিক প্রকল্পের হাল ধরবেন রাহুল

২৬ ডিসেম্বর
পুরনো হাতিয়ারে মরচে পড়েছে। ধারও কমেছে। ভোট কাটতে গিয়ে তাই ভোঁতা হয়ে ফিরছে সনিয়া-রাহুল গাঁধীর সামাজিক উন্নয়নের অস্ত্র।
রাজস্থান-মধ্যপ্রদেশ-ছত্তীসগঢ়-দিল্লির বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পরে কংগ্রেসের অন্দরমহলে এই আলোচনাটা চলছিলই। দলের অনেকেই মনে করছিলেন, একশো দিনের কাজ, দারিদ্র দূরীকরণ, গ্রামোন্নয়নের মতো প্রকল্প চলছে ঠিকই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূল স্তরে নানা রকম সমস্যাও দেখা দিয়েছে। ফলে এই সব খাতে কোটি কোটি টাকা খরচ হলেও গরিব মানুষের কাছে তার লাভ ঠিক মতো পৌঁছচ্ছে না। সম্প্রতি অর্থ মন্ত্রকের এক সমীক্ষাতেও স্পষ্ট, কংগ্রেসের অন্দরের সেই আশঙ্কাটা সত্যি। গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পগুলির ফলাফল খতিয়ে দেখতে সম্প্রতি অর্থ মন্ত্রকের উপদেষ্টারা একটি সমীক্ষা চালিয়েছেন। সমীক্ষায় প্রকাশ, সমস্যাটা আসলে নিচু স্তরে। ফলে গরিব মানুষ উপকার পাচ্ছেন না। কী উপকার মিলতে পারে, তা অনেকের কাছেই স্পষ্ট নয় বলেও সমীক্ষায় জানা গিয়েছে।
আম-আদমির ক্ষোভ দূর করতে সক্রিয় হয়েছেন রাহুল। কাল তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন। আগে বিভিন্ন ভোটের আগে সনিয়া মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। কখনও পাঁচমঢ়ী, শিমলা, কখনও আবার শ্রীনগর, মাউন্ট আবু বা দিল্লিতে সম্মেলন হয়েছে। রাহুলের এ ধরনের বৈঠক প্রথম। খয়রাতি করতে গিয়ে এমনিতে মন্দাগ্রস্ত অর্থনীতিকে খাদের ধারে ঠেলে দেওয়া হচ্ছে কি না, ইতিমধ্যেই সেই প্রশ্ন তুলেছেন অনেক অর্থনীতিবিদ। রাহুল অবশ্য জানিয়ে দিয়েছেন, সামাজিক প্রকল্প অর্থনীতির গতিতে বাধা দিচ্ছে, এ কথা তিনি বিশ্বাস করেন না। কংগ্রেস নেতৃত্বও বলছেন, নীতিতে ভুল নেই। ত্রুটিটা রূপায়ণে। এই ভুলত্রুটি শোধরানোর প্রতিশ্রুতি দিয়েই এ বার আমজনতার ক্ষোভ সামাল দিতে চাইছেন রাহুল।
পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে একশো দিনের কাজের মতো সামাজিক প্রকল্পকে হাতিয়ার করেই বিপুল জয় এসেছিল ইউপিএ-র। এখন ওই সব প্রকল্পের কাজ কেমন চলছে, তা জরিপ করতে সম্প্রতি মাঠে নেমেছিলেন অর্থ মন্ত্রকের তিন উপদেষ্টা এইচ এ সি প্রসাদ, এন কে সিন্হা এবং রিয়াজ খান। মহাত্মা গাঁধী গ্রামীণ রোজগার সুনিশ্চিতকরণ প্রকল্প বা একশো দিনের কাজ, স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন, সর্ব শিক্ষা অভিযান, মিড-ডে মিল, নির্মল ভারত অভিযানের মতো গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পের কাজ খতিয়ে দেখেন তাঁরা।
কী বলছে উপদেষ্টাদের সমীক্ষা? বলছে, এই সব প্রকল্পের উপকার মিলেছে ঠিকই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু এলাকায় কিছু প্রকল্পের প্রয়োজনীয়তাও ফুরিয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই সমস্যাটা তৃণমূল স্তরে। প্রকল্প কার্যকর করা ও পরিষেবা দেওয়ার ক্ষেত্রেই সমস্যাটা বেশি। অভাব রয়েছে সচেতনতা তৈরিরও।
একশো দিনের কাজের নিয়ম অনুযায়ী, কী কাজ হবে, তা ঠিক করবে গ্রাম সভা। অথচ সমীক্ষকদের হিসেব অনুযায়ী, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশের মতো রাজ্যে ৫০ শতাংশ কাজই গ্রাম সভা ঠিক করছে না। আগে একশো দিনের কাজের আওতায় গ্রামের সকলের সুবিধার জন্য পুকুর কাটা, মাটির বাঁধ নির্মাণের মতো কাজ হতো। কিন্তু এখন আর সব জায়গায় এই ধরনের কাজের প্রয়োজন নেই। অথচ এখনও এই ধরনের কাজই হয়ে যাচ্ছে। কেন্দ্র থেকে টাকা আসছে বলে একই ধরনের কাজ করানো হচ্ছে। অথচ তাতে মানুষের চাহিদা মিটছে না। বহু জায়গায় মজুরি পেতে দু’মাস লেগে যাচ্ছে। ক্ষোভ বাড়ছে। আর্থিক দিক থেকে দুর্বল রাজ্যগুলিতে কাজের চাহিদা বেশি হলেও বহু ক্ষেত্রে প্রকল্প চালানোর জন্য কর্মী বা পরিকাঠামোর অভাব। ফলে একটা বড় অংশের মানুষ কাজ পাচ্ছেন না। যাঁরা কাজ পাচ্ছেন না, তাঁরা বেকার ভাতা পাওয়ার যোগ্য। কিন্তু প্রচারের অভাবে অনেকে সেটা জানেন না।
সামাজিক প্রকল্পের পুরনো অস্ত্রে শান দিয়েই নিচুতলার এই ক্ষোভ নিরসন করতে চাইছেন রাহুল। কংগ্রেস সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সমস্যাগুলি নিয়েই আগামিকাল তিনি আলোচনায় বসবেন। কী ভাবে সামাজিক প্রকল্পগুলিকে আরও কার্যকর করে তোলা যায়, তার দিশা খোঁজার চেষ্টা হবে। রাহুল মনে করছেন, এই ক্ষোভ দূর করতে না পারলে আম-আদমি পার্টির মতো দলগুলি বিক্ষুব্ধ রাজনীতি করে ফায়দা তুলে নিয়ে যাবে। চালু সামাজিক প্রকল্পগুলির পাশাপাশি লোকসভা ভোটের আগেই খাদ্য সুরক্ষা আইনের রূপায়ণে জোর দিতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব। সে বিষয় নিয়েও রাহুল মুখ্যমন্ত্রীদের মতামত চাইবেন। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে রাজ্যগুলির ভূমিকা নিয়েও আলোচনা হবে।
অর্থ মন্ত্রকের গবেষকরা বলছেন, ঠিক মতো পরিকল্পনা নিয়ে সামাজিক প্রকল্পগুলি রূপায়ণ করতে পারলে গ্রামীণ স্বাস্থ্য মিশন, সর্ব শিক্ষা অভিযানের মতো প্রকল্পগুলিতে আরও ভাল ফল মিলতে পারে। গ্রাম সভা, গ্রাম পঞ্চায়েতের মতো প্রতিষ্ঠানগুলিকে আরও মজবুত করতে হবে। তা হলেই গরিব মানুষের চাহিদা মাফিক কাজ হবে। রাহুল সেই পথে হাঁটতে পারেন কি না, সেটাই এখন প্রশ্ন।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.