|
|
|
|
আপ-এ যোগ দিতে চান অলকা লাম্বা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
২৬ ডিসেম্বর |
দলীয় নেতৃত্বের সঙ্গে মনোমালিন্য চলছিল বেশ কয়েক দিন ধরেই। এ বার সরাসরি কংগ্রেস ছেড়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) যোগদান করার জন্য আবেদন জানালেন কংগ্রেস নেত্রী অলকা লাম্বা।
অলকা আজ আপ নেতা যোগেন্দ্র যাদবের সঙ্গে দেখা করে আপ-এ যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও আপ সূত্রে বলা হয়েছে, এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্ভবত, শপথ গ্রহণের পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দল। কংগ্রেস নেত্রী তথা জাতীয় মহিলা কমিশনের সদস্য অলকা লাম্বাকে সম্প্রতি এক নির্যাতিতার নাম প্রকাশ্যে বলে দেওয়ায় কমিশনের তথ্যানুসন্ধান কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়। তার পর থেকেই দলীয় নেতৃত্বের সঙ্গে একাধিকবার মনোমালিন্যে জড়িয়ে পড়েছিলেন অলকা।
দিল্লি নির্বাচনে পরাজয়ের পরে দিল্লি প্রদেশ কংগ্রেসে রদবদল করা হয়। রাজনৈতিক মহলের বক্তব্য, সম্ভবত সেই পরিবর্তন মনঃপূত না হওয়ার কারণেই দল ছাড়ার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন অলকা লাম্বা । আজ সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এখন কংগ্রেসে কিছু নেতা রয়েছে যারা বন্ধ কামরার পিছনে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। যেখানে আপ নেতৃত্ব সরাসরি মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন। তাই আমি যোগেন্দ্র যাদবের সঙ্গে কথা বলে তাঁদের দলে যোগদান করার কথা ভেবেছি।” |
|
|
|
|
|