টুকরো খবর
সংগ্রহশালায় আগ্রহী রাজ্য
প্রয়াত খ্যাতনামা ভাওয়াইয়া শিল্পী নায়েব আলির (টেপু) ব্যবহৃত সামগ্রী প্রদর্শনের জন্য সংগ্রহশালা করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বুধবার কোচবিহারে নায়েব আলি (টেপু) স্মরণ সমিতির সভাপতি তথা পূর্ত দফতরের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ ওই পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ১ কোটি টাকা বরাদ্দ করেছে। ওই বরাদ্দে বলরামপুরে নায়েব আলির ব্যবহৃত দোতারা, খাট সহ নানা সামগ্রী প্রদর্শনীর জন্য সংগ্রহশালা করা হবে। সেখানে ভাওয়াইয়া চর্চা কেন্দ্র গড়া সহ নানা পরিকল্পনা রয়েছে।” সমিতির তরফে শহরে শিল্পীর মূর্তি বসানোর সিদ্ধান্তও হয়েছে। বৃহস্পতিবার তুফানগঞ্জের নাটাবাড়িতে ওই শিল্পীর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে দু’দিন ব্যাপী ভাওয়াইয়া উৎসব শুরু হচ্ছে।

সভাপতি ঘেরাও
মিছিল করে পার্টি অফিসে গিয়ে সভাপতিকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল ব্লক তৃণমূলের সহ-সভাপতি, যুব নেতারা। দুই নেতার অনুগামীদের গোলমালে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। বুধবার বিকালে হরিশ্চন্দ্রপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেস দফতরে ঘটনাটি ঘটে। দলীয় সূত্রেই জানা যায়, সোমবার ব্লক যুব তৃণমূলের সাধারণ সম্পাদক থানায় গিয়েছিলেন। ওই সময় আইসির ঘরে ছিলেন সভাপতি। সেখানে তিনি সম্পাদকে সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বললে গোলমাল বাধে। জেলা তৃণমূল সভানেত্রী সাবিত্রী মিত্র বলেন, “ঘটনার কথা কেউ জানায়নি।”

দরিদ্র দুঃস্থের পাশে পুরসভা
ওঁরা প্রত্যেকেই হতদরিদ্র! কনকনে শীতেও ওঁদের গায়ে নেই শীত পোশাক। অনেকেরই রাত কাটান স্টেশন চত্বর, ফুটপাত বা শ্মশান চত্বরে। এমন ১৬০ জন কুলি, মজুর, ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন ও রিকশা চালককে কম্বল দিলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক তথা রায়গঞ্জ পুরস চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত। রাত ১২টা থেকে বুধবার ভোর ৪টা পর্যন্ত মোহিতবাবু বিভিন্ন এলাকায় ঘুরে তাঁদের হাতে কম্বল তুলে দেন। বড়দিনে তাঁদেরকে কেক খাওয়ান। মোহিতবাবু বলেন, “শীতে পথে থাকায় ওরা খুব কষ্ট পান। ১৬০ জন দুঃস্থ মানুষকে শীতের হাত থেকে রেহাই দিতে কম্বল দেওয়া হল।”

খুন, ধৃত দুই ভাই
দাদাকে খুনের অভিযোগে দুই ভাইকে ধরেছে পুলিশ। ডুয়ার্সের নাগরাকাটা থানার কুর্তি চা বাগানে গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে নিহতের নাম অগাস্টুস হেমব্রম (৩৫)। বাবা জোহান হেমব্রমের উপর অত্যাচার চালাত অভিযোগে অন্য দুই ভাই সুজিত এবং সুধীর অগাস্টুসের উপর চড়াও হয় বলে পুলিশ জানিয়েছে। ধারালো অস্ত্রের পাশাপাশি, পাথর দিয়ে অগাস্টুসের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জেনেছে। মঙ্গলবারেই পুলিশ অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করে। বুধবার আদালতে তোলা হয়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.