এই প্রথম বড়দিনে সরকারি সাজে সাজল শিলিগুড়ি শহর। আলো মালা, ঝলমলে রাংতার ছাউনি, তোরণ বুকে নিয়ে হিলকার্ট রোড, সেবক রোডও পা মেলাতে চাইল পার্ক স্টিটের সঙ্গে!
উৎসবে প্রতি বছর-ই শিলিগুড়ি ঝলমল করে। তবে বিক্ষিপ্ত ভাবে। পরিকল্পনা করে শহরের জীবন রেখা হিলকার্ট রোড বা সেবক রোড জুড়ে আলোয় শিলিগুড়িকে সাজিয়ে তোলা এই প্রথম। শহরে বড়দিনের সাজও প্রথম। সৌজন্যে রাজ্য সরকারের দুই দফতর ও এক সংস্থা। রাজ্যের পর্যটন দফতর, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং এসজেডিএ-এর উদ্যোগেই বড় দিনে সাজিয়ে তোলা হয়েছে শিলিগুড়িকে। আলো-তোরণের সঙ্গে শহর জুড়ে বড় ফ্লেক্স লাগিয়ে বাসিন্দাদের শুভেচ্ছাও জানানো হয়েছে। শহরের প্রতি মোড়ে তৈরি করা হয়েছে ‘ক্রিসমাস ট্রি’ও।
মঙ্গলবার থেকেই শুরু হয় শহর সাজানোর তোড়জোড়। সেবক রোড পুরোটাই মুড়ে দেওয়া হয়েছে আলোর মালায়। হিলকার্ট রোডে ডিভাইডারের বাতিস্তম্ভ থেকে দু’দিকে আলোর লম্বা মালা। রাস্তার উপরে রঙিন কাগজের ছাউনি। এয়ারভিড় মোরে ট্রাফিক পুলিশের আইল্যান্ড জুড়ে আলোর ক্রিসমাস ট্রি এবং তোরণ। রাস্তার দু’পাশে লাগানো আধুনিক আলোয় নানা রঙের বিচ্ছুরণ। বুধবার সন্ধ্যায় হিলকার্ট রোডে দেখা গেল, রাস্তা জুড়ে কোথাও নীল আলো মিশে গিয়েছে সবুজে, কোথাও আবার গোলাপি মিশেছে মেটালিক শুভ্রতায়। সব মিলেমিশে যেন রঙের ‘ককটেল’।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বললেন, “বড়দিন থেকেই শুরু হয়ে যায় উৎসব। শহরবাসী তাতে সামিল হন। সেই উৎসবের মেজাজকে আরও একটু বাড়িয়ে দিতেই শহর সাজানোর পরিকল্পনা হয়েছে।” তিনি বললেন, “বড়দিনে এই শহরের সব রাস্তাকেই পার্কস্ট্রিট করতে চাই। আগামীবার আগে থেকে আমরা উদ্যোগী হব।”
শিলিগুড়িতেও বড়দিন উপলক্ষে বিভিন্ন রেস্তোরা আর পানশালাতেও আলোর সাজ পড়েছে। পার্ক স্ট্রিটের বড়দিন ঐতিহ্যে মিশে রয়েছে নাহুমের কেকও। কলকাতার নিউ মাকের্টে তা সংগ্রহের উন্মাদনার অনেকটাই মিল শিলিগুড়ি বিধান মার্কেটের কেকের দোকানের সামনে। বুধবার সকাল থেকে লাইন ক্রমশ লম্বা হয়েছে। দেশবন্ধুপাড়ার বাসিন্দা ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক পারমিতা সেনগুপ্তের কথায়, “কেক কিনতে অনেকটা সময় চলে গেল। শহর আলো লাগিয়েছে দেখেই বাড়িতে ফোন করে সন্ধ্যায় সকলে মিলে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে দিয়েছি। ” প্রবীণ অমিতাভ দত্তের কথায়, “এর আগে কোনও দিন শিলিগুড়ি শহরের এমন সাজ দেখিনি। তাই খুব ভাল লাগছে। বাড়িতে বসে না থেকে জ্যাকেট চাপিয়ে বেরিয়ে পড়েছি।” আলো-রঙের সাজ থেকে কেকের গন্ধ বড়দিনের সন্ধ্যায় দক্ষিণের গঙ্গা পাড়ের শহরকে যেন ছুঁয়ে ফেলল উত্তরের হিমালয় পাদদেশের শহরও।
|