নতুন বছরে পর্যটকদের জন্য ফের প্যাকেজ ট্যুর চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। আগে এক দফায় চালু হলেও নানা কারনে বছর দুয়েক ধরে বন্ধ ছিল ওই প্যাকেজ ট্যুরের ব্যবস্থা। বুধবার এনবিএসটিসি-র ম্যানেজিং ডাইরেক্টর জয়দেব ঠাকুর বলেন, “ইতিমধ্যে বন দফতরের কর্তাদের সঙ্গে কথা বলে পর্যটকদের ঘোরানোর রুট ঠিক করা হয়েছে। খুব শীঘ্রই আমারা বিজ্ঞপ্তি জারি করে ভাড়া ও রুট জানাব। আগামী জানুয়ারি মাস থেকে ছুটির দিনগুলিতে ওই ট্যুর করানো হবে।” প্রাথমিকভাবে ঠিক হয়েছে কোচবিহার থেকে কুঞ্জনগর, দক্ষিণ খয়েরবাড়ি হয়ে জলদাপাড়া একটি বাস চালানো হবে ছুটির দিনে। আর একটি বাস কোচবিহার থেকে চিলাপাতা হয়ে লাগোয়া দেশ ভুটানের ফুন্টশেলিং পর্যন্ত যাবে। মালবাজার থেকে ঝালং বিন্দু হয়ে জলদাপাড়া রুটে বাস চালানোর ভাবনা চলছে। সেই সঙ্গে প্যাকেজ ট্যুরের আওতায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া হয়ে জয়ন্তী বাস চালানো কথা ভাবা হয়েছে। নিগমের বোর্ড সদস্য মৃদুল গোস্বামী জানান, ২০১১ সালে বাস রির্জাভ করা বা প্যাকেজ টুর বন্ধ করা হয়েছিল। বাম আমলে চালু হওয়া বিয়েবাড়ি বা অন্য অনুষ্ঠানে বাস রির্জাভ করার ক্ষেত্রে গরমিল নজরে এসেছিল। বাসগুলি স্থানীয় ডিপো থেকে ভাড়া দেওয়া হত। নিয়ম করা হয়েছে বাস রির্জাভ দেওয়া হলে তা ম্যানেজিং ডাইরেক্টরকে জানাতে হবে। ডুয়ার্সে পর্যটকদের ঘোরাতে প্যাকেজ ট্যুরের বাসগুলি এত দিন বন্ধ ছিল। পর্যটকরা আগে থেকে কাউন্টার থেকে ছুটির দিনে ওই বাস গুলিতে ঘোরার জন্য টিকিট কাটতে পারবেন। জয়ন্তী ইকো ডেভল্পমেন্ট কমিটির সদস্য শেখর ভট্টাচার্য বলেন, “পরিবহণ নিগমের সংস্থার একটি দোতালা বাসে করে পর্যটকরা জয়ন্তী ঘুরতে আসতেন। বছর দূয়েক ধরে তা বন্ধ। ফের তা চালু হলে ব্যবসায়ীরাও উপকৃত হবেন।” |