শিলিগুড়িতে ব্রাত্য বসু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভানু মঞ্চে বুধবার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জাতীয় সম্মেলনে অতিথি হয়ে এসে মন্ত্রী একথা জানান। উপাচার্য হওয়ার আবেদন জানিয়ে এখনও পর্যন্ত রাজ্য ও রাজ্যের বাইরের ৭৬টি আবেদনপত্র এসেছে বলে শিক্ষামন্ত্রী এদিন জানান। তাঁর মধ্যে থেকেই একজনকে চূড়ান্ত করা হবে। তবে কে হবে তা এখনও ঠিক হয়নি। অন্য দিকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের তরফে লগ্নি সংস্থার হাত থেকে মানুষকে রক্ষা করতে একটি প্রস্তাব দেওয়া হবে বলেও ঠিক হয়। শীঘ্রই তা তৈরি করে ফেলা হবে বলে সংস্থার তরফে জানানো হয়। ব্রাত্য বলেছেন, “উপাচার্য নিয়োগ বিষয়ে সব ক্ষমতা আমাদের দফতরের হাতে নেই। পুরো বিষয়টিতেই যাতে স্বচ্ছতা বজায় থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে রাজ্যপাল নিজেই তা দেখছেন। শীঘ্র নতুন উপচার্য নিয়োগ হবে।” |
দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার সম্মেলন। |
পাশপাশি রাজ্যের বাইরে ও দেশের বাইরে থেকে উপাচার্য হওয়ার জন্য যে আবেদন পড়েছে তাতে খুশি শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “যত বেশি বাইরের রাজ্য ও অন্য দেশ থেকে আবেদন জমা পড়বে, তার মানে তাঁরা বাংলার সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে চাইছেন। এটা শুভ সঙ্কেত। মুখ্যমন্ত্রী বাংলায় যে শিক্ষার জোয়ার আনছেন মানুষ তাতে সামিল হচ্ছে মানুষ।” এ দিন মঞ্চে ‘দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া’-র সম্মেলনে সংস্থার শিলিগুড়ি শাখার চেয়ারম্যান মনীশ গোয়েল বলেন, “নানা লগ্নিসংস্থার হাত থেকে বাংলার মানুষকে রক্ষার জন্য মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রস্তাব পাঠানো হবে। এটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের গবেষণার ফল। আশা করছি এই নীতি অনুসরণ করলে বাংলার মানুষকে এই ধরনের ফাঁদে পড়তে হবে না।”
|
দু’টি দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বুধবার দুটি পৃথক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার গোয়ালপোখর থানা ঝাড়বাড়িতে বিষক্রিয়ায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। একই দিনে থানার চাদরাগছ এলাকাতে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। গোয়ালপোখর ঝাড়বাড়ির ডাঙ্গিপাড়ার মৃত বধূর নাম মাধবী মজুমদার (২৮)। চোপড়ার চাদরাগছের মৃত ছাত্রীর নাম সেমা ওরাওঁ (১৭)। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, দুটি ঘটনা আত্মহত্যার।
|
দল বদলে তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের পোররপাড় গ্রাম পঞ্চায়েতের এক কংগ্রেস সদস্য। বুধবার বীরপাড়ায় রতন মোহান্ত নামে ওই পঞ্চায়েত সদস্য এবং যুব কংগ্রেস নেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দেন। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী ওই নেতাদের হাতে এ দিন পতাকা তুলে দিয়েছেন। রতনবাবু এবং কৌশিকবাবু দু’জনেই বলেন, “রাজ্যের উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছি।”
|
গুলি করে খুন
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
মৌজা মানচিত্র চলছে মালবাজারে। মাল মহকুমার গজলডোবা এলাকায় বর্তমানে ডিজিটাল ম্যাপ তৈরির জন্যে জরিপের কাজ শুরু হয়েছে। থিওডোলাইট যন্ত্র দিয়ে গজলডোবায় চলতি মাস থেকে জরিপের কাজ শুরু হয়েছে। গজলডোবা এলাকার মৌজা মানচিত্র ছিল না। এটা হলে সহজে জমি চরিত্র জানা যাবে।
|
টিকিট বিক্রি বন্ধ
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
মঙ্গলবারের মতো বুধবারেও টিকিট বিক্রি বন্ধ থাকল ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বিক্ষোভে মঙ্গলবার মন্দিরের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। বিনা টিকিটেই পুণ্যার্থীদের মন্দিরে ঢোকার ব্যবস্থা করেন বিক্ষোভকারীরা। বুধবারও তাঁরা টিকিট ছাড়াই মন্দিরে ঢুকেছেন। এলাকার কিছু তৃণমূল নেতা বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন বলে রাজনৈতিক সূত্রের খবর। যদিও মাধবডাঙা ব্লক তৃণমূল সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়া বলেন, “মন্দির কমিটির বিরুদ্ধে বিক্ষোভের সঙ্গে তৃণমূল কোনওভাবে জড়িত নয়। স্থানীয় বাসিন্দারাই স্বতঃস্ফুর্ত ভাবে ওই বিক্ষোভ করেছেন।” |