মামার হাতে যেতে পারে ভাগ্নের দফতর
ভাগ্নের দফতরের দায়িত্ব বর্তাচ্ছে মামার কাঁধে। মন্ত্রিসভায় রদবদলে নতুন মুখ হিসাবে আসা কোচবিহারের মাথাভাঙার বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মন বাম জমানার বনমন্ত্রী তাঁর ভাগ্নে অনন্ত রায়ের বন দফতরের দায়িত্বই পেতে চলেছেন। বুধবার সন্ধ্যায় মুখ্যসচিবের দফতর থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পত্র পেয়ে বিনয়বাবু বলেন, “বুধবার সন্ধেয় রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার চিঠি পেয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্বই দেবেন নিষ্ঠার সঙ্গে তা পালনের চেষ্টা করব।”
বিনয়বাবু রাজ্য মন্ত্রীসভায় নতুন মুখ হিসাবে গেলেও কোন দফতর পেতে পারেন তা এ দিন রাত অবধি স্পষ্ট নয়। তৃণমূলের অন্দরের খবর, বিনয়বাবুকে বন দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। রাজ্য মন্ত্রিসভার সদস্যদের কাজে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী বন ছাড়াও যে কয়েকটি দফতরের কাজে অসন্তোষ প্রকাশ করেছিলেন, তার মধ্যেই যে কোনও একটি তিনি পেতে পারেন। বিনয়বাবু নিজে অবশ্য এ সব নিয়ে ভাবছেন না। বুধবার কলকাতার এমএলএ হস্টেলে ছিলেন তিনি। চিঠি পেয়েই বাড়িতে বৃদ্ধা মা চিত্রমণিদেবীকে ফোন করে জানান তিনি। বলেন, “আর্শীবাদ করো মা!” তবে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে ঘনিষ্ঠ ও আত্মীয়রা কেউই থাকছেন না। তা নিয়ে কিঞ্চিৎ আক্ষেপও রয়েছে তাঁর।
মাথাভাঙার বাসিন্দা বিনয়বাবুর পরিবার বরাবর ডানপন্থী রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বাবা প্রয়াত তারিণী বর্মন এলাকায় কংগ্রেস নেতা হিসাবে পরিচিত ছিলেন। ১৯৮২ সালে তিনি এ বি এন শীল কলেজ থেকে বিএসসি পাশ করেন। পেশায় অবস্থাপন্ন কৃষক বিনয়বাবু দলের জন্মলগ্ন থেকেই তৃণমূলে। এখনও মাঝেমধ্যে তাঁকে গ্রামের লোকজন তাঁকে মাঠে কাজ করতে দেখেন। দলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ট বলে পরিচিত বিনয়বাবু প্রথমে মাথাভাঙা-২ ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন। ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি, দলের প্রতি আনুগত্য ও ভাল ব্যবহারের জন্য কয়েক বছরের মধ্যেই জেলা কমিটির অন্যতম শীর্ষ নেতা হিসাবে পরিচিত হয়ে ওঠেন। দলের এসসি-এসটি-ওবিসি সেলের জেলা সভাপতির দায়িত্ব পান। ২০০১ সালে প্রথমবার তৃণমূলের টিকিটে মাথাভাঙা কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী দীনেশ ডাকুয়ার বিরুদ্ধে লড়াই করে হেরে যান। ২০০৬ সালে আসনটি তৃণমূল সেই সময়ের জোট শরিক বিজেপিকে ছেড়ে দেয়। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ফের মাথাভাঙা কেন্দ্রে তৃণমূল বিনয়বাবুকে দাঁড় করায়। পাঁচ হাজারের বেশি ভোটে তিনি তৎকালীন রাজ্যের বনমন্ত্রী তথা জেলার অন্যতম সিপিএম নেতা অনন্ত রায়কে পরাজিত করেন। সম্প্রতি তিনি কোচবিহার ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিসভায় জেলার বিধায়কের জায়গা পাওয়ার খবর জেনে খুশি কোচবিহার জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, “বিনয় ভাল ছেলে। মুখ্যমন্ত্রী যে দায়িত্ব ওঁকে দেবেন, ও আশা করি তা অত্যন্ত দায়িত্ব নিয়ে পালন করবে।” তৃণমূল প্রদেশ সম্পাদক তথা আবদুল জলিল আহমেদ বলেন, “বিনয় মন্ত্রী হতে চলেছে। আমরা দারুণ খুশি।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.